সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ আছে: মান্না

আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। তবে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদর রহমান মান্না বলেছেন, সংলাপে সরকারের আন্তরিকতা নিয়ে তাদের মনে সন্দেহ রয়েছে।
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। তবে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদর রহমান মান্না বলেছেন, সংলাপে সরকারের আন্তরিকতা নিয়ে তাদের মনে সন্দেহ রয়েছে।

আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, আমরা সংলাপ করতে যাচ্ছি খোলা মন নিয়ে। কিন্তু গত কয়েক দিনের পরিবেশ প্রতিবেশ যা দেখছি তাতে এই সংলাপ নিয়ে সরকার কতখানি আন্তরিক তা নিয়ে সন্দেহ আছে।

মান্নার দাবি, সংলাপের সাত দফা দাবি সংবিধান সম্মত এবং এগুলো সংবিধানের ভেতরে থেকেই মানা সম্ভব।

‘আমরা কোনো করুণা ভিক্ষা চাই না। আমরা সংলাপ করতে চাই। আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখে খোলা মনে আলোচনা করতে চাই। সংলাপে হারজিতের কোনো বিষয় নেই। সংলাপ সফল হলে দেশ জিতে যাবে। যেভাবে সিরিজ সংলাপ করা হচ্ছে তাতে সংলাপের সফলতা নিয়ে আমার মনে সংশয় আছে।’

আজ সন্ধ্যায় সংলাপে বসার আগে বিকেল সাড়ে ৪টায় ড. কামাল হোসেনের বাসায় ঐক্যফ্রন্টের নেতারা বসবেন আলোচ্য বিষয় ঠিক করার জন্য। সেখান থেকে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় ১৬ নেতা গণভবনে যাওয়ার কথা রয়েছে। বিএনপির মহাসচিবসহ দলটির ৫ জন জ্যেষ্ঠ নেতা এতে অংশ নেবেন।

অন্যদিকে সংলাপে সরকারি দলের পক্ষে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে থাকবেন আওয়ামী লীগ ও ১৪-দলীয় জোটের আরও ২২ নেতা।

Comments