২০৩২ সালের অলিম্পিক যৌথভাবে আয়োজন করতে চায় দুই কোরিয়া

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে ২০৩২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যৌথভাবে আয়োজন করার প্রস্তাব দিয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সীমান্ত শহর কায়েসঙয়ে অনুষ্ঠিত ক্রীড়া বিষয়ক এক বৈঠকে দুই পক্ষই প্রস্তাব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তে পোঁছায়। গত শুক্রবার আইওসি’র কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে দেশদুটি।
চার মাস আগে নিজেদের মধ্যে অনুষ্ঠিত প্রথম ওই ক্রীড়া বৈঠকে তারা আশপাশের অঞ্চলগুলো থেকেও সহযোগিতা নেওয়ার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়।
উভয় কোরিয়ায় পক্ষ থেকেই জানানো হয়েছে, আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্ব পুরুষ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যৌথভাবে একটি দল গঠন করতে যাচ্ছে তারা। এছাড়া, ২০২০ সালের টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিকেও যৌথ দল নিয়ে হাজির হতে সম্মত হয়েছে দুই কোরিয়া। এ লক্ষ্যে ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও আন্তর্জাতিক ফেডারেশন অব সামার অলিম্পিক’ এর সঙ্গেও কাজ করে যাচ্ছে তারা।
খেলাধুলায় এগিয়ে যেতে দুই কোরিয়া বলছে, সীমান্তের উভয় পাশে অনুষ্ঠিত যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার থেকে তারা সক্রিয়ভাবে অংশ নেবে।
গত ১৯ সেপ্টেম্বর এক বৈঠকে ২০৩২ সালের অলিম্পিক যৌথভাবে আয়োজনের ইচ্ছা পোষণ করেন দক্ষিণ কেরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
তবে এর আগে গ্রীষ্মকালীন অথবা শীতকালীন কোনো অলিম্পিকই দুই দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়নি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ বলেন, উভয় কোরিয়ার যৌথভাবে অলিম্পিক আয়োজনের এই ইচ্ছাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
Comments