ভয় পেয়ে গিয়েছিলেন মুশফিক
দ্বিতীয় সেশন চলাকালীন এক কিশোর ভক্ত আচমকা মাঠে ঢুকে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরেন। এই ঘটনার আকস্মিকতায় মুশফিক আঁতকে উঠেছিলেন বলে জানিয়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী রাহি।
খেলায় তখন ৪৮তম ওভার শেষ হয়েছে। নতুন ওভারের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ফিল্ডাররা। এমন সময় পূর্ব গ্যালারি থেকে এক কিশোর গ্রিল টপকে ঢুকে পড়ে মাঠে। ফাইন লেগ থেকে দৌড়ে সে সোজা গিয়ে মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরে।
প্রথমে আৎকে উঠলেও সেই কিশোরকেও জড়িয়ে ধরেন মুশফিক। নিরাপত্তা কর্মীরা পরে পাঁজকোলা করে বাইরে নিয়ে যান ওই কিশোরকে।
এই ঘটনার সময় স্কয়ার লেগে ফিল্ডিং করা আবু জায়েদ দিনশেষে জানিয়েছেন পুরো ঘটনার ছবি, ‘ও যখন ঢুকতেছে আমি দেখছিলাম, ও দৌঁড়ে আসতেছে। আমি যে মুশফিক ভাইরে কি বলব খুঁজে পাচ্ছিলাম না। মুশফিক ভাইয়ের কাছে আসতেছিল, না মিরাজের কাছে আসতেছিল আমি বুঝতে পারছিলাম না।’
‘মুশফিক ভাই তখন বলছে আমি ভয় পাইয়া গেছিলাম রে। ও যখন ঢুকতেছে আমি দেখছিলাম, ও দৌড়ে আসতেছে। আমি যে মুশফিক ভাইরে কি বলব খুঁজে পাচ্ছিলাম না। মুশফিক ভাইয়ের কাছে আসতেছিল, না মিরাজের কাছে আসতেছিল আমি বুঝতে পারছিলাম না। জাস্ট মুশফিক ভাই ভয় পেয়ে গিয়েছিল।’
ভক্তদের ভালোবাসা পছন্দ করেন জায়েদও। তবে অহেতুক উপদ্রুপের জন্য মাঝে মাঝে মনে হয় ভক্ত না থাকলেই ভালো, ‘মাঝে মাঝে মনে হয় ভক্ত থাকলে খুব ভাল। কিন্তু সিলেটে আমার ঘুরতে পারার কথা ভাবলে মনে হয় ভক্ত না থাকলেই ভাল।’
Comments