অল্পের জন্য নিজেদের এগিয়ে রাখছেন না উইলিয়ামস

Sean Williams
৮৮ রানের ইনিংসের পথে উইলিয়ামস। ছবি: ফিরোজ আহমেদ

প্রথম দিন শেষে জিম্বাবুয়ে তুলেছে ২৩৬ রান, বাংলাদেশ ফেলেছে ৫ উইকেট। এই অবস্থায় কে এগিয়ে? সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করা শেন উইলিয়ামস দিনশেষে নিজেদের ঠিক এগিয়ে রাখতে পারছেন না।

ওয়ানডে সিরিজে দারুণ খেলা উইলিয়ামস বাংলাদেশের বিপক্ষে প্রথমবার টেস্টে নেমেও খেলছেন দারুণ। তিন উইকেট পড়ার পর দলকে এই অবস্থায় নিয়ে যাওয়ার পেছনে তারই অবদান। তবে শেষ সেশনে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া করেছেন তিনি। দলও ভুগেছে আরও কিছু রান করতে না পারার আক্ষেপে,  'আমার মনে হয় সমান সমান অবস্থা। আমরা যদি স্পিনটা আরেকটু ভাল খেলতে পারতাম, আরও দ্রুত রান করতে পারতাম। তখন বলতে পারতাম আমরা এগিয়ে আছি। যদি ২৫০-৬০ রান আর চার উইকেট থাকত তাহলে দারুণ হতো। কিন্তু বড় একটা স্কোর করতে পারলে সেটা পুষিয়ে নেওয়া যেতে পারে।’

টার্নিং উইকেট জেনে একাদশে মাত্র এক পেসার রেখেছে বাংলাদেশ। এরকম উইকেটে খেলা জিম্বাবুয়ের জন্য বেশ বিপদের। তবে টেস্টের জন্য এই উইকেটকেই দারুণ মনে হচ্ছে উইলিয়ামসের, 'এটা দারুণ টেস্ট উইকেট। কয়েকটা বল টার্ন করেছে, বাউন্স মিলেছে। কিছু বল নিচু হয়েছে, স্কিড করেছে। আমার মনে হয় তিন বা চারদিনে গিয়ে অনেক টার্ন দেখা যাবে।  এটা শুষ্ক উইকেট সম্ভবত মন্থরও।’

সময় যত গড়াবে বল তত ঘুরতে থাকবে। শুরুর দিকেই আসলে ব্যাটসম্যানরা পাবেন সহায়তা। এরকম উইকেটে টস জেতাটা জিম্বাবুয়ের জন্য সবচেয়ে সুখের খবর। কিন্তু সেটা কাজে লাগানোর দিকেই মন তাদের,  'আমার মনে হয় টস জেতা খুব দরকার ছিল। যখন কিনা দারুণ কিছু স্পিন পরে খেলতে হবে। কিন্তু প্রথম ইনিংস বড় রান করতে পারলেই সেটা কাজে দেবে। '

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

12h ago