জাতির উদ্দেশে সিইসির ভাষণে তফসিল ঘোষণা বৃহস্পতিবার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা আগামীকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি তফসিলের কথা জানাবেন।
নির্বাচন কমিশন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমগুলো সিইসির ভাষণ ও তফসিল ঘোষণা সরাসরি সম্প্রচার করবে।
সরকারের সঙ্গে সংলাপ থেকে কার্যকর কোনো সমাধানের পথ বেরিয়ে না আসা পর্যন্ত তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে জাতীয় ঐক্যফ্রন্টের অনুরোধের নাকচ করে আগামীকাল তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আজও বলা হয়েছে, সমঝোতার আগে তফসিল ঘোষণা করা হলে তারা নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করবেন।
প্রধান নির্বাচন কমিশনার গতকাল রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছিলেন, বৃহস্পতিবারই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার তারিখ পেছানোর কোনো সুযোগ নেই।
Comments