আগুনে পুড়ে একই পরিবারের ৮ জনের মৃত্যু
জয়পুরহাটে একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের ৮ জনের মৃত্যু হয়েছে। গতরাতে জয়পুরহাট শহরের আরামনগর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দ্য ডেইলি স্টারের দিনাজপুর প্রতিনিধি জানান, গতরাত ১০টার দিকে শর্ট সার্কিট থেকে বাড়িটিতে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান ও পাঁচ জন গুরুতর দগ্ধ হন। দগ্ধ পাঁচ জনকে হাসপাতালে নেওয়ার পর আজ সকালে তারা মারা যায় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
Comments