জয়ের জন্য কিছুই করেনি ম্যানইউ: রোনালদো

ওল্ড ট্রাফোর্ড থেকে জয় নিয়ে ফিরেছিল জুভেন্টাস। কিন্তু নিজেদের মাঠে গেল হেরে। তাও কি না পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে। এমন হারে হতাশ দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ক্রুদ্ধও বটে। ম্যানচেস্টার ইউনাইটেড জয়ের জন্য বিশেষ কিছুই করেনি বলেই জানালেন তিনি।

ওল্ড ট্রাফোর্ড থেকে জয় নিয়ে ফিরেছিল জুভেন্টাস। কিন্তু নিজেদের মাঠে গেল হেরে। তাও কি না পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে। এমন হারে হতাশ দলের সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ক্রুদ্ধও বটে। ম্যানচেস্টার ইউনাইটেড জয়ের জন্য বিশেষ কিছুই করেনি বলেই জানালেন তিনি।

পুরো ম্যাচে আধিপত্য বিরাজ করেই খেলেছিল জুভেন্টাস। বেশ কিছু সহজ সুযোগও তৈরি করেছিল। বারপোস্টে শট নিয়েছিল মোট ২৩টি। কিন্তু তার মাত্র ৩টিই লক্ষ্যে রাখতে পেরেছিল তারা। ফাঁকায় থেকে শট নিয়ে লক্ষ্যে রাখতে পারেনি দলটি। যার ফলে হারই দেখতে হয়েছে দলটিকে। অপর দিকে বারে মাত্র ৯টি শট নিয়ে তার ২টিতেই গোল পেয়েছে ইউনাইটেড।

ম্যাচের পরিসংখ্যান নিজেদের দিকে থাকলেও গোল করতে না পারায় তাই স্বাভাবিকভাবেই হতাশ রোনালদো। ম্যানইউ দুটি সেটপিস ছাড়া আর কিছুই করতে পারেনি বলেই জানালেন এ পর্তুগিজ তারকা, ‘জয়ের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড কিছুই করেনি। তারা ওই দুইটা সেট পিস ছাড়া আর কোন আক্রমণই করতে পারেনি। আমি জানি ইংলিশ দল সবসময় সেটপিসের পেছনে ছোটে। ’

হারের দায়টা নিজেদেরই দিয়েছেন রোনালদো। লিড পেয়ে পেয়ে দল রিলাক্স হয়ে গিয়েছিল বলেই দাবী করেছেন তার, ‘চ্যাম্পিয়ন্স লিগ বিশেষ একটি প্রতিযোগিতা যেখানে আপনাকে জিততে হলে কখনোই রিলাক্স থাকতে পারবেন না। যে কোন কিছু হতে পারে। আমরা ৯০ মিনিট খেলার নিয়ন্ত্রণ রেখেছি। অনেক সুযোগ তৈরি করেছি যার তিন চারটা কাজে লাগানো উচিৎ ছিল।  কিন্তু আমরা রিলাক্স ছিলাম এবং মূল্য দিয়েছি। ’

ভাগ্যকেও দুষতে পারতেন রোনালদো। ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দি হেয়া বেশ কয়েকবার ত্রাতা হয়েছেন। এমনকি প্রতিপক্ষ হয়েছে বারপোস্টও। কিন্তু ভাগ্যকে দায় দিতে রাজী নন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ খেলোয়াড়, ‘আর আপনি ভাগ্যের কথাও বলতে পারবেন না। কারণ আপনাকে আপনার ভাগ্য খুঁজে নিতে হবে। এ ক্ষেত্রে আমরা তাদের জয় উপহার দিয়েছি।’

চার ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে জুভেন্টাস। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেডের ২ পয়েন্ট কম তাদের চেয়ে। আর এ কারণেই এ হারকে খুব দ্রুত ভুলে যেতে চান রোনালদো, ‘আমরা খুব ভালো খেলেছি এবং এখনও শীর্ষে আছি। আমি গোলের জন্য খুশি। তবে অবশ্যই হতাশ কারণ আমরা তিন চার গোলের ব্যবধানে জিততে পারতাম। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। এখনও যেহেতু শীর্ষে আছি তাই সব ঠিক আছে।’

Comments