আমি অসুস্থ তারপরও আদালতে আনা হয়েছে: খালেদা
নাইকো দুর্নীতি মামলার শুনানিতে আদালতে আনার পর খালেদা জিয়া বলেছেন যে তিনি অসুস্থ, এরপরও তাকে আদালতে আনা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন আরও বলেন, সাবেক আওয়ামী লীগ সরকার নাইকোর সঙ্গে চুক্তি করেছিল। বিএনপি সরকার শুধুমাত্র এর ধারাবাহিকতা বজায় রেখেছিল। খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ খালেদা জিয়ার এই বক্তব্যের কথা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়। আজকের শুনানির পর আদালত ১৪ নভেম্বর পর্যন্ত শুনানি স্থগিত করেন।
হাইকোর্টের নির্দেশে গত ৬ অক্টোবর কারাগার থেকে খালেদাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খালেদাকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে হাসপাতালটির পরিচালক আজ সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ডের অনুমতি নিয়ে খালেদা জিয়াকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত এক মাসের চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে দুদক এই মামলায় অভিযোগপত্র দেয়।
মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন করেছেন।
Comments