প্রথম স্তরে ঢাকা, দ্বিতীয় স্তরে নেমে গেল বরিশাল
রাজিন সালেহ বিদায়ী ম্যাচ রাঙিয়েছেন জোড়া ফিফটি করে। তবে মন্থর ব্যাটিং করে তার দল সিলেট ড্র করেছে ঢাকা বিভাগের সঙ্গে। এতে দ্বিতীয় স্তরের শীর্ষে থেকে প্রথম স্তরে উঠেছে ঢাকা।
অন্য দিকে রাজশাহীর সঙ্গে বরিশাল হেরে যাওয়ায় আর খুলনা-রংপুর ম্যাচ ড্র হওয়ায় প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে গেছে বরিশাল বিভাগ।
কক্সবাজারে একাডেমি মাঠে ৪ উইকেটে ১০২ রান নিয়ে ব্যাট করতে নামে সিলেট। দলের বিপদে শেষবারের মতো হাল ধরেন রাজিন। ষষ্ঠ উইকেটে জাকের আলি অনিকের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন তিনি। ফিফটি পেরিয়ে এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকেও। তবে তাকে ৮৭ রানে থামান শুভাগত হোম। পরে ফিফটি তুলে নেন জাকের ও শাহানুর। শেষ পর্যন্ত দুদল ড্র মেনে নিলে ঢাকার উত্তর নিশ্চিত হয়। দ্বিতীয় স্তরের তলানী থেকে লিগ শেষ করেছে সিলেট। জীবনের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে সেরা হয়েই থেমেছেন রাজিন সালেহ।
বগুড়ায় আগেরবারের চ্যাম্পিয়ন খুলনা দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল। তবে রংপুরের সঙ্গে ড্র করে টিকে গেছে তারা। শেষ দুই সেশনে রংপুরের সামনে ২৯৫ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা। মেহেদী হাসান, আব্দুর রাজ্জাকদের স্পিনে ১৮৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল রংপুর। তবে দিনের আলো ফুরিয়ে যাওয়ায় খেলা আর এগোয়নি।
Comments