রাজশাহীতে বাস চলাচল বন্ধ!

Transport strike
৯ নভেম্বর ২০১৮, রাজশাহীতে বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের প্রাক্কালে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিক ও নেতারা। ছবি: প্রথম আলোর সৌজন্যে

রাজশাহীতে বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের প্রাক্কালে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিক ও নেতারা। ফলে আজ (৯ নভেম্বর) রাজশাহী শহরে কোনো বাস চলতে দেখা যায়নি। এমনকি, বাইরে থেকে আসা কোনো বাসকে শহরে ঢুকতেও দেওয়া হয়নি। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে গিয়ে ঠেকেছে।

আমাদের স্টাফ সংবাদদাতা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে জানিয়েছেন, বাস না পাওয়ায় হেঁটে বা অন্যান্য ছোট যানবাহনে চড়ে বহু লোকজনকে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে।

গতকাল নাটোরে পরিবহন শ্রমিক ও নেতাদের এই ধর্মঘট শুরু হয়। যদিও রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন, “গতরাতেই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।”

তাহলে রাস্তায় কোনো বাস দেখা যাচ্ছে না কেন?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “হতে পারে যে, বিএনপির অতীতের সহিংসতা-নৃশংসতার কারণে কিছু বাস মালিক ও চালক ভীত হয়ে পড়েছেন এবং এই দলের নেতৃত্বাধীন সমাবেশের আগে তারা রাস্তায় না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।”

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে রাজশাহীর অপর এক পরিবহন নেতা আমাদের সংবাদদাতাকে জানান, “সমাবেশস্থলের দিকে গন্তব্য প্রত্যাশী যাত্রীদের কাছে বাস ভাড়া না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

দ্য ডেইলি স্টার অনলাইনের কাছে গতকালও একই ধরণের অভিযোগ জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, “জনসভা করছি না, পুলিশ ও প্রশাসনের সঙ্গে যেন যুদ্ধ করছি। রাজশাহী শহরে কোনো প্রকার গণপরিবহন চলছে না। পরিবহন মালিক সমিতিকে ডেকে, হুমকি দিয়ে বাস চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।”

উল্লেখ্য, রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে আজ (৯ নভেম্বর) দুপুরে শুরু হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ। সমাবেশের জন্য আগে যেসব বাস বুকিং দেওয়া হয়েছিল, সেগুলোর বুকিং বাতিল করে দেওয়া হয়েছে। এছাড়াও, শহরে তেমন কোনো যানবাহন না চলায় সমাবেশস্থলে পৌঁছাতে জোটের নেতা-কর্মীদের নানা সমস্যার সম্মুখীন হতে দেখা গেছে।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

1h ago