হতশ্রী ব্যাটিংয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে মেয়েদের বিশাল হার

Bd women
ডটিনের বলে ফিরে যাচ্ছেন নিগার সুলতানা জোত্যি। বিশ্বকাপের প্রথম ম্যাচে মেয়েদের এমন আসা যাওয়া ছিল নিয়মিয়। ছবি: আইসিসি

বোলিং-ফিল্ডিং হয়েছিল দারুণ। ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখা গিয়েছিল নাগালের মধ্যেই। তবে গত বেশ কিছুদিন থেকে ভুগাতে থাকা হতশ্রী ব্যাটিং আবার ডোবালো বাংলাদেশের মেয়েদের। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে স্রেফ উড়ে গেছে সালমা খাতুনের দল। 

গায়ানায় বাংলাদেশ সময় শনিবার সকালে শুরু হওয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের করা  ১০৬ রানের জবাবে বাংলাদেশ করতে পেরেছে মাত্র  ৪৬ রান । হেরেছে ৬০ রানের বিশাল ব্যবধানে। ২০১৪ সালে আইরিশ মেয়েদের ৭৯ রানের গুটিয়ে যাওয়ার রেকর্ড সরিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই কোন দলের সর্বনিম্ন সংগ্রহ।

পুরো ইনিংসে বাংলাদেশের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কে। বাউন্ডারি এসেছে মাত্র তিনটি। একজন ব্যাটারকেও দেখা যায়নি স্বচ্ছন্দে খেলতে।

সালমা খাতুনের দলকে ধসিয়ে দিতে ধেন্দ্রা ডটিন মাত্র ৬ রানে নেন ৫ উইকেট। রান তাড়ায় বাংলাদেশের ব্যাটিংয়ে ছিল না কোন বুদ্ধির ছাপ। ব্যাটিং দেখে মনে হয়েছে কোন রকম হোমওয়ার্ক ছাড়াই অপ্রস্তুত অবস্থায় খেলতে নেমেছেন তারা।

শাকেরা সেলমন, শামিরা কননেলদের, ডটিনদের অফ স্টাম্পের বাইরা করা বল লাইনে না গিয়ে ঘুরাতে চেয়েছেন সবাই। ব্যাটে বল না লাগায় একের পর এক ডট বাড়িয়েছে চাপ। সেই চাপে তালগোল পাকিয়ে পড়েছে একের পর এক উইকেট।

বোলিংয়ে ভাল করা জাহানারাকে পাঠানো হয়েছিল ওয়ানডাউনে।  কিন্তু দুর্বল টেকনিকে ১৮ বলে ৩ রান করে তিনি শুরুতে বাড়ান চাপ। ফরজানা হক পিংকি, রুমানা আহমেদ, নিগার সুলতানারা সেই চাপ সামলানোর মতো স্কিল দেখাতে পারেননি।

অথচ শুরুটা ঠিক উলটো করতে পেরেছিলেন পেসার জাহানারা আলম। শুরুতেই তিনি তুলে নেন দুই ওপেনারকে। শুরুতে উইকেট তুলে নিয়েছিলেন সালমা খাতুনও। তাতে ১৮ রানে ৩ ও ৩৬ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। একপ্রান্তে এরকম উইকেট পতনের মাঝেই দলকে টেনেছেন উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেইলর। শেষ দিকে নামা কেসিয়া নাইটের ৩২ আর টেইলরের ২৯ রান লড়াইয়ের পুঁজি পায় ক্যারিবিয়ানরা। সেই পুঁজিই যে কত বিশাল পরে বল হাতে বুঝিয়ে দেয় তারা।

Comments

The Daily Star  | English
Coal-fired power plant shutdowns in Bangladesh

Now coal power plants scaling back production

Coal-fired power plants are dialling down production or even shutting down due to financial, legal or technical issues, leading to power cuts across the country, especially the rural areas.

12h ago