আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনবো: শাকিব খান
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন নায়ক শাকিব খান।
আজ (১০ নভেম্বর) সন্ধ্যায় শাকিব নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
শাকিব খান দ্য ডেইলি স্টারকে জানান, আগামীকাল সকালে তিনি ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।
তবে কোন আসন থেকে নির্বাচন করতে চান তা জানাননি শাকিব। এদিকে সূত্র জানায়, শাকিবের সম্ভাব্য আসন হতে পারে গাজীপুরে।
এর আগে আজ আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন দুই ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান।
১১ নভেম্বর সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তারা ফরম সংগ্রহ করবেন বলে উল্লেখ করেন তিনি।
Read More: মাশরাফি ও সাকিব নির্বাচন করছেন!
Comments