কোচের মন জিতে অভিষেক খালেদের, পোক্ত হয়েই টেস্টে মিঠুন
শনিবার টেস্টের আগের দিন অনুশীলনে দারুণ বল করে নজর কেড়েছিলেন পেসার খালেদ আহমেদ। পেয়েছিলেন কোচের পুরস্কারও। এবার পেলেন আরও বড় পুরস্কার। মিরপুর টেস্টে অভিষেক হয়েছে এই পেসারের। অভিষেক হয়েছে প্রায় এক যুগ প্রথম শ্রেণিতে খেলার অভিজ্ঞতায় পোক্ত ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনেরও। প্রথম শ্রেণিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার পর বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার রেকর্ডও হয়েছে মিঠুনের।
খালেদ ও মিঠুনকে জায়গা দিতে একাদশের বাইরে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত ও আবু জায়েদ চৌধুরী রাহি।
আরও পড়ুন - কোচের কাছ থেকে পুরস্কার পেলেন খালেদ
সিলেট টেস্টে ভরাডুবির পরই দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সে অনুযায়ী মিরপুর টেস্টের একাদশে এল তিন বদল। গেল বছর নিউজিল্যনাডে টেস্ট অভিষেকের পর সিলেটে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন শান্ত। কিন্তু প্রত্যাশার কাছাকাছিও পারফর্ম করতে পারেননি তিনি।দলের ব্যাটিং ব্যর্থতার কোপ পড়েছে তার উপরই। তার জায়গায় যিনি নেমেছেন সেই মিঠুন এই পর্যন্ত খেলছেন ৮৮টি প্রথম শ্রেণির ম্যাচ। এর আগে মোহাম্মদ নাজিমউদ্দিন ৮১টি প্রথম শ্রেণি ম্যাচ খেলার পর টেস্ট খেলতে নেমছিলেন।
সিলেটে সাদামাটা বোলিং করায় বাদ পড়েছেন নাজমুল ইসলাম অপু। তার জায়গায় অনুমিতভাবেই ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
সিলেটে ঘরের মাঠে শুরুতে খুব একটা খারাপ করেননি আবু জায়েদ চৌধুরী। কিন্তু তার বল থেকে আসেনি কার্যকর ব্রেক থ্রো। অনুশীলনে ভালো করা, উচ্চতা আর গতিতে এগিয়ে থাকায় তার জায়গা তাই নিয়েছেন সিলেটেরই আরেক পেসার খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম।
Comments