আমীর খসরু জামিনে মুক্ত
নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
সিনিয়র জেলার প্রশান্ত কুমার বণিক বলেন, আমির খসরু সকাল সাড়ে ৭টায় কারাগার থেকে বের হয়েছেন। তার জামিন আদেশ গতকাল রোববার কারাগারে পৌঁছায়।
এর আগে গত ৪ নভেম্বর হাইকোর্ট আমীর খসরুকে ওই মামলায় জামিন মঞ্জুর করেছিলেন।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় এই বিএনপি নেতার সঙ্গে আরেকজনের ফোনালাপ নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গত ৪ আগস্ট কোতোয়ালি থানায় আইসিটি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইন ১৫ (৩) ধারায় মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ফোনালাপে আমির খসরু আন্দোলনে উস্কানি দিয়েছিলেন।
Comments