নির্বাচন ৩০ ডিসেম্বর

নির্বাচনের তারিখ সাত দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব নির্ধারিত তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর-2017

নির্বাচনের তারিখ সাত দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব নির্ধারিত তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।

সেই সঙ্গে মনোনয়নপত্র দাখিলের তারিখও পেছানো হয়েছে। নতুন তারিখ অনুযায়ী প্রার্থীরা ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা আজ দুপুরে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে নির্বাচন পেছানোর কথা জানান। 

বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের অনুরোধের প্রেক্ষিতে নির্বাচনের তারিখ পেছানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোট আসন্ন জাতীয় নির্বাচনে আসার কথা জানিয়েছে। এটা আমাদের জন্য স্বস্তির বিষয়।’

এর আগে গত বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছিল। এ ছাড়া মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।

শুরু থেকেই নির্বাচনের তফসিল পেছানোর দাবি জানিয়ে আসছিল নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, যৌক্তিক কারণে নির্বাচনের তারিখ পেছানো হলে তারা এর বিরোধিতা করবেন না। এর একদিনের মাথায় নির্বাচন পেছানোর ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার।

Comments