‘দুর্বলের পাশে দাঁড়ান’- সুচির উদ্দেশ্যে মাহাথির

মানবতার পক্ষে কথা বলে যে মানুষটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন সেই মানুষটি এখন তার দেশের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর অকথ্য নির্যাতনের বিরুদ্ধে নিশ্চুপ। তাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মিয়ানমারের অঘোষিত নেতা অং সান সুচিকে দুর্বলের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন।
Mahathir Mohamad
১৩ নভেম্বর ২০১৮, সিঙ্গাপুরে আসিয়ানের শীর্ষ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (ডানে) এবং মিয়ানমারের নেত্রী অং সান সুচি। ছবি: রয়টার্স

মানবতার পক্ষে কথা বলে যে মানুষটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন সেই মানুষটি এখন তার দেশের জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর অকথ্য নির্যাতনের বিরুদ্ধে নিশ্চুপ। তাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মিয়ানমারের অঘোষিত নেতা অং সান সুচিকে দুর্বলের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন।

আজ (১৩ নভেম্বর) সিঙ্গাপুরে আসিয়ানের এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় মাহাথির মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনা পরিচালিত গণ-নির্যাতন ও হত্যার প্রসঙ্গটি তুলে ধরেন। তুলে ধরেন অসহায় মানুষগুলো প্রাণ বাঁচাতে কীভাবে সীমানা পেরিয়ে প্রতিবেশী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন সেই প্রসঙ্গও।

মাহাথির বলেন, “দেখে মনে হতে পারে সুচি অসহায় মানুষগুলোকে রক্ষা করতে চেষ্টা করছেন। কিন্তু, আসলে তারা সেই মানুষগুলোর ওপর অত্যাচার করছে এবং গণহারে তাদেরকে হত্যা করছে।”

রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে শুরু হওয়া গণহত্যার ওপর এক প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। গত আগস্টে প্রকাশিত সেই প্রতিবেদনে দেখা যায় কীভাবে সেনাবাহিনী জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গণহত্যা চলিয়েছে। প্রাণ বাঁচাতে কীভাবে রোহিঙ্গা মুসলমানরা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

এরপরও, মিয়ানমার সরকার এ ধরনের কোনো নির্যাতনের কথা নির্লজ্জের মতো মুখ মুছে অস্বীকার করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে শান্তিতে নোবেল বিজয়ী সুচি বলেন, যেহেতু সাংবিধানিকভাবে সেনাবাহিনী দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তাই তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না।

উল্লেখ্য, সিঙ্গাপুরে দক্ষিণ এশীয় দেশগুলোর জোটের এই সম্মেলনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারীদের বিচারের মুখোমুখি করার জন্যে মিয়ানমারের কাছে দাবি জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English
Indian Padma Vibhushan industrialist Ratan Tata dies at 86

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

1h ago