সাকিবের জন্য অপেক্ষা, ফের অনিশ্চয়তায় তামিম
আঙুলের চোট থেকে অনেকখানি সেরে উঠে অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে পাওয়া যাবে কিনা, তা জানতে দরকার আরও অপেক্ষা। অন্যদিকে হাতের চোট থেকে সেরে উঠে ফেরার সম্ভাবনায় থাকা তামিম ইকবাল পাঁজরে নতুন করে ব্যথা পেয়েছেন।
মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে যখন সতীর্থরা বোলিং-ফিল্ডিং করছেন, সাকিবকে তখন পাওয়া গেল পাশের একাডেমি মাঠে। এশিয়া কাপে ছিটকে যাওয়ার পর এই প্রথম ব্যাট হাতে নিলেন তিনি। এদিন হালকা ব্যাটিংই করেছেন। পরে ড্রেসিং রুমে এসে ফুরফুরে মেজাজে আড্ডা দিতেও দেখা গেছে তাকে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার ফেরা না ফেরা নির্ভর করছে আরও কিছু পর্যবেক্ষণের উপর। তবে যার ফেরাটা ছিল একরকম নিশ্চিত সেই তামিম ইকবাল পড়েছেন নতুন করে অনিশ্চয়তায়।
বাংলাদেশের অন্যতম সেরা দুই ক্রিকেটারের অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। হাতের চোট থেকে সেরে উঠায় কদিন থেকেই ব্যাটিং অনুশীলন শুরু করেছিলেন তামিম, চালাচ্ছিলেন ফিটনেস অনুশীলনও।
তামিমের সব কিছু ঠিকঠাক চললেও নতুন খবর নতুন করে আবার চোট পেয়েছেন তিনি। ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে ব্যথা পেয়েছেন। আছেন ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে। তবে তামিমের মূল ইনজুরি সেরে উঠায় তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রধান নির্বাচক, 'তামিমের সুস্থতা নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। আজকে আপডেট দিবে আমাদের ফিজিও। সেই হিসেবে আমরা পদক্ষেপ নিব। তবে সাকিবের ব্যাপারে আমরা আপডেট পাইনি। আশা করি তামিমকে আমরা পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এবং সাকিবের ব্যাপারেও যথেষ্ট আশাবাদী আমরা।’
'সে (সাকিব) তো মাত্র আজকে ব্যাটিং শুরু করেছে। কালকের দিনটি বোঝা যাবে সে কতটা উন্নতি করেছে। কারণ ইনজুরির পর অনেক বড় একটি বিরতি গিয়েছে। আগামীকাল ফিজিওর একটি রিপোর্ট দেয়ার কথা। সবকিছু পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারব।'
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আগে টেস্ট, পরে সীমিত ওভারের খেলা। দুই টেস্টের দল ঠিক করতে দুই নির্বাচক আর কোচকে লম্বা মিটিং করতে দেখা গেল তৃতীয় দিনের খেলা শেষে। বিকেলে ড্রেসিং রুমে এসে কোচের সঙ্গে কথা বলে গেছেন সাকিবও। সব মিলিয়ে আরও কিছু অপেক্ষায় থাকতে হচ্ছে নির্বাচকদের, ‘আজকে যদি আমরা আপডেট পাই তাহলে কালকে দল ঘোষণা করব, সেই হিসেবে আমরা আপডেট পেলে তখন চিন্তাভাবনা করব।'
সাকিব যদি খেলার মতো অবস্থায় থাকেন তাহলে তাকে সব ফরম্যাটেই খেলানোর চিন্তা নির্বাচকদের, 'আমি তো চাই সুস্থ থাকলে সে তিন ফরম্যাটেই খেলুক। কারণ সেরা অলরাউন্ডার এবং সেরা ক্রিকেটার দলে থাকলে সকলেই উজ্জীবিত থাকে। সেই হিসেবে তাঁকে আমরা সব ফরম্যাটে পেলে আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট'
Comments