জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিতে ‘যথেষ্টেরও বেশি সময়’ হাতে বাংলাদেশের
বাংলাদেশ কেন জিম্বাবুয়েকে ফলোঅন করালো না কিংবা কেন আরেকটু আগে ছেড়ে দেওয়া হলো না ইনিংস। এসব প্রশ্ন প্রকাণ্ড হয়ে যেতে পারত দিন শেষে। চার সেশন ব্যাট চালিয়ে ড্র করার মন নিয়ে নেমে জিম্বাবুয়ের দুই ওপেনার কাটিয়ে দিয়েছিলেন ২২ ওভার। শেষ পর্যন্ত সেই বাধন আলগা করা গেছে, শেষ বিকেলে উইকেট ফেলা গেছে আরেকটি। আর তাই জোর গলায় মেহেদী হাসান মিরাজ শুনিয়ে গেলেন সময় মতই ইনিংস ছেড়ে দিয়েছিলেন তারা।
মিরপুর টেস্টের শেষ দিনে তিন সেশন ব্যাট করার চ্যালেঞ্জ জিম্বাবুয়ের। আর বাংলাদেশকে ম্যাচ জিতে সিরিজ বাঁচাতে নিতে হবে ৮ উইকেট।
চতুর্থ দিনের চা-বিরতির বেশ খানিকটা আগেই লিড চারশো পেরিয়ে যায় বাংলাদেশের। তবুও ব্যাটিং চালিয়ে যান মাহমুদউল্লাহরা। অধিনায়ক নিজে সেঞ্চুরি তোলার পর তবেই ছেড়েছেন দান। ততক্ষণে লিড হয়ে গেছে ৪৪২।
অধিনায়কের সঙ্গে ইনিংস ঘোষণার সময় ক্রিজেই ছিলেন মিরাজ। কি চিন্তা থেকে আরও আগে ইনিংস ছেড়ে দেওয়া হয়নি, তা জানেন ভালো করেই। জিম্বাবুয়েকে অলআউট করতে পর্যাপ্ত সময়ই বোলাররা পাবেন বলে জানান তিনি, ‘আমি বলবো চারটা সেশন যথেষ্টেরও বেশি। আমরা যে সময় ছেড়ে দিয়েছি ওটাতে প্রায় ১২০-১২৫ ওভার কাভার করেছে। চতুর্থ ইনিংসে ১২০ ওভার মানে কিš‘ অনেক ওভার। এটাই যে আমাদেরও তো একটা ব্যালেন্স করে ছাড়তে হবে। এটাই যে টিম ম্যানেজম্যান্ট খুব ব্যালেন্স করে ছেড়েছে।আমাদের কোনো সময় ব্যাকফুটে না যায় সেভাবেই আমাদের ডিটারমিনেসন ছিল।’
‘এখন পর্যন্ত ম্যাচটা আমাদের দিকেই আছে। আমরা সাড়ে চারশ'র মত টার্গেট দিয়েছি। ওদের দুই উইকেট শিকার করেছি। কাল একটা দিন আছে, তিনটা সেশন আছে। আমাদের বোলাররা যদি ভাল লেন্থে বল করতে পারে, তাহলে ম্যাচটা আমাদের দিকেই আছে।’
Comments