সানরাইজার্স সাকিবকে ধরে রাখলেও মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই

Shakib Al Hasan
বল হাতে হায়দরাবাদের মূল ভরসা হয়ে উঠেছেন সাকিব আল হাসান। ছবি: এএফপি (ফাইল)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর পরের আসরেও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আগের মৌসুমে ভালো খেলায় তাকে ধরে রেখেছে তারা। কিন্তু আরেক বাংলাদেশি মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

বৃহস্পতিবার পরের মৌসুমের জন্য ধরে রাখা খেলোয়াড়দের নাম দেয় দলগুলো। তাতে সাকিব ছাড়াও ডেভিড ওয়ার্নারকে ধরে রেখেছে তারা। বল টেম্পারিং বিতর্কে জড়িয়ে নিষিদ্ধ হওয়া এই অসি ব্যাটসম্যান আগের আসরে খেলতে পারেননি।

টানা সাত আসর কলকাতা নাইট রাইডার্সের ডেরায় থেকে গেল আসরে ২ কোটি রূপিতে নতুন দলে যান সাকিব। পেয়ে যান নিয়মিত খেলার সুযোগও। সাকিবের পারফরম্যান্সও ছিল নজরকাড়া। ব্যাট হাতে ২৩৯ রানের পাশাপাশি ১৪ উইকেট নিয়ে আলো কাড়েন তিনি।

ঠিক বিপরিত অবস্থা মোস্তাফিজের। ২ কোটি ২০ লাখ রূপিতে তাকে দলে নিলেও আশা মেটাতে পারেননি তিনি। ৭ ম্যাচ খেলে নিয়েছেন ৭ উইকেট। করতে পারেননি রান আটকানোর কাজও। ওভারপ্রতি দিয়ে দেন ৮.৩৬ করে।

Comments

The Daily Star  | English

Ritu Porna brace takes Bangladesh to verge of history

Peter Butler's charges beat favourites Myanmar 2-1 in Asian Cup Qualifiers

1h ago