এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব নিলেন বিসিবি প্রধান

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)’র সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ পদে বসা চতুর্থ বাংলাদেশি হলেন তিনি।
Nazmul Hasan - ACC

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)’র সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ পদে বসা চতুর্থ বাংলাদেশি হলেন তিনি।

শনিবার পাকিস্তানের লাহোরে এসিসির বার্ষিক সভায় বিদায়ী সভাপতি এহসান মানির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নাজমুল।

এবার এসিসি সভাপতি হওয়ার জন্য বাংলাদেশ থেকে একজনকে সুপারিশ করতে বলা হয়েছিল। গত এপ্রিল মাসে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে নাজমুলকে বেছে নেওয়া হয়।

এর আগে বাংলাদেশ থেকে ১৯৮৯-১৯৯১ মেয়াদে সভাপতি ছিলেন আনিসুল ইসলাম মাহমুদ। ২০০২-২০০৪ মেয়াদে সভাপতি হন তখনকার বিসিবি প্রধান আলি আসগর লবি। ২০১০-২০১২ মেয়াদে এই দায়িত্ব পালন করেন তখনকার বিসিবি সভাপতি আ হ ম মুস্তাফা কামাল।

এশিয়া মহাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য ১৯৮৩ সালে তৈরি করা হয় এসিসি। প্রথম দিকে এশিয়ান ক্রিকেট কনফারেন্স নাম থাকলেও অরে সেটা বদলে করা হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

বর্তমানে শ্রীলঙ্কার কলম্বোয় এসিসির সদর দপ্তর। যা শুরুতে ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরে।

 

Comments

The Daily Star  | English
Bangladesh Bank's support for problem banks

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

4h ago