আলোচনায় নেইমার-কাভানির সংঘর্ষ
একই ক্লাবে খেলে থাকেন তারা দুইজন। তবে এদিন জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচে মুখোমুখি হলেন এ দুই তারকা। কিন্তু সেখানে ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমারের সঙ্গে রীতিমতো সংঘর্ষ লেগে যায় উরুগুয়ের ফরোয়ার্ড এডিসন কাভানির। তাই প্রীতি ম্যাচে ব্রাজিলের জয় ছাপিয়ে আলোচনায় প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) দুই তারকার কাণ্ডই।
শুক্রবার রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচটি ১-০ গোলে জিতে নিয়েছে ব্রাজিল। প্রীতি ম্যাচ হলেও শুরু থেকেই দুই দল বেশ প্রতিযোগিতামূলক ফুটবল উপহার দেয়। ম্যাচের একমাত্র গোলটি আসে বিতর্কিত এক পেনাল্টি থেকে। যার প্রতিবাদ করে হলুদ কার্ডও দেখেন লুইস সুয়ারেজ। কিন্তু নেইমার-কাভানি দ্বন্দ্বেই আলোচনা গড়ায় ভিন্ন খাতে।
ম্যাচের ৮৬ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে যেতে চান নেইমার। কিছুটা নিচে নেমে এসে সে সময় তাকে বাধা দিতে যান কাভানি। এক পর্যায়ে বুটের আঘাত লাগে নেইমারের পায়ে। লুটিয়ে পড়েন ব্রাজিলিয়ান অধিনায়ক। সঙ্গে সঙ্গেই রেফারি হলুদ কার্ড দেখান কাভানিকে। তাতেই ক্ষেপে যান এ উরুগুইয়ান। এরপর নেইমারকে হাত দিয়ে টেনে তুলতে যান। এ সময় তাকে হালকা ধাক্কা দিয়ে সরে যান নেইমার।
তবে একই ক্লাবে খেললেও দুই খেলোয়াড়ের মধ্যে শীতল সম্পর্ক নতুন কিছু নয়। পিএসজিতে যোগ দেওয়ার পর পেনাল্টি কিক নেওয়া নিয়ে মাঠেই দ্বন্দ্বে জড়িয়েছিলেন তারা। এরপর দিনে দিনে তাদের মধ্যে দূরত্বটা কেবল বেড়েছেই। দুইজনই ফরোয়ার্ড হলেও কাভানিকে ম্যাচে মাত্র ০.৫ শতাংশের মতো বল পাস দেন নেইমার। যেখানে তরুণ কিলিয়েন এমবাপেকে দেন ২৯ শতাংশেরও বেশি।
Comments