‘রোনালদো অতি সাধারণ মানুষ’

বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। তারকা খ্যাতিতে তার সতীর্থদের চেয়ে যোজন যোজন এগিয়ে। কিন্তু তারপরও তাদের সঙ্গে খুব সাধারণ জীবনযাপনই করেন এ তারকা। দলের সবার সঙ্গেই সম্পর্কটাও দারুণ বন্ধুত্বপূর্ণ। এমনটাই জানিয়েছেন তার জুভেন্টাস সতীর্থ হুয়ান কুয়ার্দাদো।

বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। তারকা খ্যাতিতে তার সতীর্থদের চেয়ে যোজন যোজন এগিয়ে। কিন্তু তারপরও তাদের সঙ্গে খুব সাধারণ জীবনযাপনই করেন এ তারকা। দলের সবার সঙ্গেই সম্পর্কটাও দারুণ বন্ধুত্বপূর্ণ। এমনটাই জানিয়েছেন তার জুভেন্টাস সতীর্থ হুয়ান কুয়ার্দাদো।

আন্তর্জাতিক ফুটবল চলায় বর্তমানে ছুটি কাটাচ্ছেন কুয়ার্দাদো। বর্তমানে অবস্থান করছেন নিজ দেশ কলম্বিয়ায়। সেখানে স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন রোনালদোর কথা, ‘সে (রোনালদো)একজন পেশাদার খেলোয়াড় হলেও সে অতি সাধারণ একজন মানুষ। সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হয়েও অন্য সব সতীর্থের মতোই সে সাধারণ জীবনযাপন করে।’ 

চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। নতুন পরিবেশে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগেনি তার। এর মধ্যেই সতীর্থদের মন জয় করে নিয়েছেন। দলের সবার সঙ্গেই দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে তুলেছেন। তাই রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসাই করেন কুয়ার্দাদো।

‘রোনালদো সবার সঙ্গেই দারুণ বন্ধুত্বপূর্ণ। একজন দারুণ পেশাদার খেলোয়াড় এবং দারুণ হৃদয়বানও। তার উপস্থিতি সবধরনের প্রতিযোগিতায় আমাদের বাড়তি মূল্যায়ন হচ্ছে। আমরা প্রতিনিয়তই তার কাছ থেকে শিখছি। সে সবসময় জিততে চায় এবং গোল করতে চায়। নিয়মিত অনুশীলনের আগে জিম করে। নিজের কাজটা সে যথেষ্ট মনোযোগ দিয়ে করে।’

গত সাত মৌসুম ধরেই সিরিএ’তে টানা শিরোপা জিতে চলেছে জুভেন্টাস। তবে চ্যাম্পিয়ন্স লিগে সে তুলনায় ব্যর্থ। রোনালদোকে পেয়ে এবার সে আক্ষেপ ঘোচাতে চাইছে দলটি। তবে শুধু রোনালদো নয় দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় তা হতে পারে বলে মনে করেন কুয়ার্দাদো, ‘আমাদের দারুণ একটি দল আছে। তবে আমাদের শান্ত থাকতে হবে কারণ এখানে অনেক প্রতিদ্বন্দ্বিতা। সবাই মিলে একত্রে কাজ করতে হবে।’

Comments