ঝিনাইদহে ‘জঙ্গি আস্তানা’-য় অভিযান, আটক ১
ঝিনাইদহ সদর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব।
র্যাব-৬ এর কমান্ডিং অফিসার হাসান ইমন আল তাজিনের বরাত দিয়ে আমাদের ঝিনাইদহ সংবাদদাতা জানান, র্যাব-৬-এর একটি দল আজ (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে কালুহাটি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মালিক শরাফত হোসেনের ছেলে আখতার হোসেন ওরফে সাফারি (২৫)-কে আটক করেছে।
সেই বাড়ি থেকে ‘জেহাদি বই’-ও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
কৃষক শরাফতের ছেলে আখতার স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাশ করে সম্প্রতি বিয়ে করেছেন। এদিকে, দৈনিক প্রথম আলো জানায়, শরাফতের দাবি তার ছেলে ‘মানসিকভাবে অসুস্থ’।
Comments