পরোয়ানা ছাড়া গ্রেপ্তার বা মামলা নয়: সিইসি

নির্বাচনের আগে প্রিসাইডিং কর্মকর্তাদের বিব্রত না করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
CEC
প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। স্টার ফাইল ছবি

নির্বাচনের আগে প্রিসাইডিং কর্মকর্তাদের বিব্রত না করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ (২২ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচনকালীন নিরাপত্তাবিষয়ক এক বিশেষ সভায় দেওয়া বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

নূরুল হুদা বলেন, “বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করার কথা আমরা বলিনি। এটা আপনারা করবেন না। কারণ, এটা নিয়ে নানা প্রশ্ন ওঠে। যারা ভোটগ্রহণ কর্মকর্তা, তারা বিব্রত হন। আমরা এটা চাই না।”

আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত সভায় পুলিশের মহাপরিদর্শক, সহকারী মহাপরিদর্শক, মহানগর কমিশনার ও পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

এ সময়, বিনা কারণে কারো বিরুদ্ধে মামলা না দিতে এবং গ্রেপ্তার না করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন সিইসি। তিনি বলেন, “তফসিল ঘোষণার পর কাউকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করবেন না। মামলা করবেন না। কাউকে হয়রানিমূলক মামলা বা গ্রেপ্তার করা যাবে না। আশা করি, আপনারা এটা করছেনও না।”

বিভিন্ন খবরে প্রকাশ, দেশজুড়ে সম্ভাব্য নির্বাচনী কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে পুলিশ। এতে সম্ভাব্য নির্বাচনী কর্মকর্তারা বিব্রত এবং উদ্বিগ্ন হয়ে পড়ছেন বলেও উল্লেখ করা হয়।

Comments