গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে বিএনপি: কাদের

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন যে নির্বাচনী কেন্দ্র পাহারা দেওয়ার নামে দেশে গৃহযুদ্ধের উসকানি দিচ্ছে বিএনপি।
আজ (২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, “জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তারা বলছেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে ৩০০ থেকে ৪০০ নেতা-কর্মী অবস্থান করবেন। আওয়ামী লীগ যদি একইভাবে দলীয় নেতা-কর্মীদের কেন্দ্রে অবস্থান নিতে বলে, তাহলে কি গৃহযুদ্ধ হবে না?”
জাতীয় ঐক্যফ্রন্টের সবকিছু লন্ডন থেকে নিয়ন্ত্রিত হচ্ছে বলেও অভিযোগ করেছেন কাদের। তার মতে, “ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের ব্যবহার করছে বিএনপি।”
Comments