প্রথম দিনেই অমন টার্ন দেখে ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ

দেবেন্দ্র বিশুর বলে আম্পায়ার এলবডব্লিও দিয়েছিলেন তাইজুল ইসলামকে। খালি চোখে মনে হচ্ছিল স্টাম্পের বরাবরই আছে বল। কিছুটা ইতস্তত করে রিভিউ নেন তাইজুল। পরে বল ট্রাকিং টেকনোলজিতে দেখা যায় বল এতটাই ঘুরেছে যে অফ স্টাম্পের বাইরে পিচ করে মিস করে গেছে লেগ স্টাম্প। ওই বলে বেঁচেছেন তাইজুল। কিন্তু অমন টার্ন থাকলে যে সামনে ব্যাটসম্যানদের জন্যে কঠিন বিপদ তা আঁচ করে ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ।
jumel warrican
উইকেট পেয়ে উদযাপন ওয়ারিক্যানের। ছবি: ফিরোজ আহমেদ

দেবেন্দ্র বিশুর বলে আম্পায়ার এলবডব্লিও দিয়েছিলেন তাইজুল ইসলামকে। খালি চোখে মনে হচ্ছিল স্টাম্পের বরাবরই আছে বল। কিছুটা ইতস্তত করে রিভিউ নেন তাইজুল। পরে বল ট্রাকিং টেকনোলজিতে দেখা যায় বল এতটাই ঘুরেছে যে অফ স্টাম্পের বাইরে পিচ করে মিস করে গেছে লেগ স্টাম্প। ওই বলে বেঁচেছেন তাইজুল। কিন্তু অমন টার্ন থাকলে যে সামনে ব্যাটসম্যানদের জন্যে কঠিন বিপদ তা আঁচ করে ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ।

২৫৯ রানে ৮ উইকেট হারানোর পরও দিন শেষে আর কোন বিপর্যয় ঘটতে না দিয়ে ৩১৫ রান তুলেছে বাংলাদেশ। মুমিনুল হকের সেঞ্চুরিতে সকালের দুই সেশনে প্রাধান্য বিস্তার করে খেলা বাংলাদেশ শেষ সেশনে শ্যানন গ্যাব্রিয়েলের পেসে হয়েছে টালমাটাল। তবু দিনশেষে যা রান বোর্ডে জমা হয়েছে তা দেখেই কঠিন চ্যালেঞ্জ দেখছেন বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান, 'উইকেট যখন প্রথম দিন থেকেই ঘুরতে তখন আসলেই চ্যালেঞ্জিং। যত সময় ঘনাবে তত ক্ষত তৈরি হবে। কাল তাদের দ্রুত অলআউট করে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ভাল ব্যাট করতে হলে নিজেদের রক্ষণের উপর আস্থা রাখতে হবে। কারণ বাংলাদেশের কোয়ালিটি স্পিনার আছে।'

৩ উইকেটে ২২২ থেকে এক পর্যায়ে ৭ উইকেটে ২৩৫ রানে পরিণত হয় বাংলাদেশ। ১৩ রানের মধ্যেই ওইসময় চার উইকেট তুলে নেন গ্যাব্রিয়েল। কিন্তু ওই গতি পরে ধরে রাখতে না পারার আফসোস ওয়ারিক্যানের,  ‘চা বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের প্রাধান্য ছিল। আমার মনে হয় গ্যাব্রিয়েল দারুণ বল করে চার উইকেট নিয়েছে, আমাদের খেলায় ফিরিয়ে এনেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা ভাবে দিন শেষ করায় মোমেন্টাম তাদের কাছে চলে গেল।’

কাল বাংলাদেশের বাকি দুই উইকেট পড়লেই ব্যাট করতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে বল ঘুরতে থাকলেও ব্যাটিংয়ের জন্য এটাকে যথেষ্ট ভাল বলে রায় দিলেন ওয়ারিক্যান,  ‘ব্যাটিংয়ের জন্য এটা ভাল উইকেটই কিন্তু স্পিনারদের জন্য এখানে আছে রসদ। ঠিক জায়গায় বল করতে পারলে স্পিনারদের জন্য এখানে অনেক কিছু আছে। আবার বল ব্যাটসম্যানদের কাছে আসছে ভাল যদিও বাউন্সে উঠানামা আছে। দেখেশুনে খেলতে হবে।’

Comments