হাথুরুসিংহে যুগের ওই সময়টা উপকার করেছে মুমিনুলের

টেস্ট ক্যারিয়ারের শুরু থেকে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে বিশাল সব তকমা পেয়ে গিয়েছিলেন মুমিনুল হক। টেস্ট গড়কে নিয়ে গিয়েছিলেন চোখ ধাঁধানো জায়গায়। কিন্তু চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্বে থাকার সময়টায় কেমন বিবর্ণ হতে থাকেন তিনি। ক্যারিয়ারের শুরুতে করেছিলেন তিন সেঞ্চুরি। হাথুরুসিংহের সাড়ে তিন বছরে করেছেন কেবল একটি। আবার এই কোচের সরে যাওয়ার পর তার ব্যাট থেকে এক বছরেই এলো চার সেঞ্চুরি।
Mominul Haque
অষ্টম টেস্ট সেঞ্চুরির পর মুমিনুল হক। ছবি: ফিরোজ আহমেদ

টেস্ট ক্যারিয়ারের শুরু থেকে অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে বিশাল সব তকমা পেয়ে গিয়েছিলেন মুমিনুল হক। টেস্ট গড়কে নিয়ে গিয়েছিলেন চোখ ধাঁধানো জায়গায়। কিন্তু চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্বে থাকার সময়টায় কেমন বিবর্ণ হতে থাকেন তিনি। ক্যারিয়ারের শুরুতে করেছিলেন তিন সেঞ্চুরি। হাথুরুসিংহের সাড়ে তিন বছরে করেছেন কেবল একটি। আবার এই কোচের সরে যাওয়ার পর তার ব্যাট থেকে এক বছরেই এলো চার সেঞ্চুরি।

টেস্টে সব সময় নিয়মিত মুমিনুল হাথুরুসিংহের সময়েই প্রথম বাদ পড়েন। নানান সমালোচনার পর ফেরেনও তড়িৎ। ওই শ্রীলঙ্কান কোচের সঙ্গে তার বনিবনা না হওয়ার খবর বেরোয়। কোচের প্রকাশ্যে খোলাসা করা অনেক খুঁত আত্মবিশ্বাসের ভিত নড়িয়ে দেয় মুমিনুলের।

হাথুরুসিংহে বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার কোচ হয়ে বাংলাদেশ সফরে আসেন গত জানুয়ারিত। শ্রীলঙ্কার বিপক্ষে এই চট্টগ্রামের মাঠেই জোড়া সেঞ্চুরি করেন মুমিনুল। এবার জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে সেঞ্চুরি করার পর সেঞ্চুরি করলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি করে দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করায় ছুঁলেন তামিম ইকবালকে। চলতি বছর টেস্টে সবচেয়ে বেশি চার সেঞ্চুরি করায় ছুঁয়েছেন বিরাট কোহলিকেও।

মুমিনুল মনে করেন হাথুরুসিংহের আমলে আসা তার ক্যারিয়ারের দুর্দিনটাও বড্ড উপকার দিচ্ছে এখন, দুঃসময় তাকে শিখিয়েছেন অনেক, দিয়েছে ঘুরে দাঁড়ানোর মন্ত্রণা, ‘হয়তো এটা আমার জন্য ভালো হয়েছে। মানুষের জীবনে ছোট ছোট সংগ্রাম আসে, ঐ সংগ্রাম থেকে যে যেভাবে পারে শিক্ষা নেয়। আমার কাছে মনে হয় ওই জিনিসটা আমার জন্য ভালো ছিল। ’

‘ওইভাবে চিন্তা কোন সময় করিনি যে হাথুরুসিংহেকে দেখানোর জন্য ভালো খেলতে হবে। আল্টিমেটলি দিন শেষে আমাকেই মাঠে খেলতে হবে বাংলাদেশ দলের জন্য। ওইভাবে চিন্তা না করে সবসময় দলের জন্য কীভাবে ভালো করা যায় সেই চিন্তাই করি।’

Comments