লায়নকে অনুসরণ করেন নাঈম
নিজের শহরের চেনা মাঠে টেস্ট অভিষেক হওয়াই রোমাঞ্চকর ব্যাপার। দুই, তিন উইকেট পেলেই হয়ত খুশি থাকতেন নাঈম হাসান। কিন্তু এই অফ স্পিনার অভিষেকেই করলেন দারণ কিছু। সবচেয়ে কম বয়েসী বোলার হিসেবে অভিষেকে পাঁচ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ডে ঢুকে গেছেন। তবে উইকেটে বল দিয়ে যতটা কথা বলাতে পারেন মুখের কথায় ততটাই আনকোরা তিনি। নিজের বোলিং নিয়ে তাই খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারেননি, কেবল জানালেন আন্তর্জাতিক ক্রিকেটে অনুসরণ করেন অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়নকে।
দ্বিতীয় দিন লাঞ্চের পর বল হাতে পান নাঈম। ততক্ষণে পেরিয়ে গেছে ২৫ ওভার, ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলেছে ৩ উইকেট। এরপর ক্যারিবিয়ানদের চেপে ধরা শুরু নাঈমের। একে একে উইকেট তুলে হয়ে গেছে রেকর্ডও। তবে রেকর্ড যে গড়েছেন নিজেও জানতেন না। সংবাদ সম্মেলনে আসার পথে দলের মিডিয়া ম্যানেজারই তাকে দিয়েছেন সে খবর। এমনকি ৫ বা ১০ উইকেট পেতে হবে এমন কোন লক্ষ্যও নাকি তার ছিল না।
নিজের প্রথম টেস্টে নেমেই পেয়েছিলেন আদর্শ পরিস্থিতি, সাহস যুগিয়েছেন সিনিয়ররাও, এতেই ভালো করেছেন তিনি ‘স্বাভাবিক যে ক্রিকেট খেলে এসেছি সেই ক্রিকেটই খেলেছি। সিনিয়র প্লেয়াররা সবাই খুব হেল্পফুল। আর (নাথান) লায়নকে অনুসরণ করি।
অফ স্পিনার নাঈম বোলিংয়ে আসার আগেই অবশ্য দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নয় নম্বরে ব্যাট করতে নেমে ৭৪ বল খেলে করেছেন ২৬ রান। প্রথম ম্যাচে দুদিক থেকেই ভূমিকা রাখা উপভোগ করেছেন তিনি, ‘যখন ব্যাট হাতে নিয়ে নামবো তখন তো দায়িত্ব আমার। ব্যাটিং করতেও ভালো লাগছে। আবার যখন বল হাতে নিয়েছি, তখন বোলিংয়ের দায়িত্বও আমার। দুইটাই উপভোগ করেছি।’
Comments