জবাব দিচ্ছে পূর্বাঞ্চল

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিনই একচ্ছত্রভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিল উত্তরাঞ্চল। তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে পূর্বাঞ্চল। দারুণ জবাব দিচ্ছে দলটি। তবে ম্যাচ এগিয়ে যাচ্ছে ড্রয়ের দিকে।

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিনই একচ্ছত্রভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছিল উত্তরাঞ্চল। তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে পূর্বাঞ্চল। দারুণ জবাব দিচ্ছে দলটি। তবে ম্যাচ এগিয়ে যাচ্ছে ড্রয়ের দিকে।

আগের দিনের ৪ উইকেটে ১২৫ রানে ব্যাট করতে নেমে এদিনের শুরুটাও ভালো হয়নি উত্তরাঞ্চলের। ৩১ রান যোগ করতেই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান তাসামুল হককে হারায় দলটি। তবে মোহাম্মদ সাইফউদ্দিনকে ১১৩ জুটিতে ইনিংস মেরামত করেন ইয়াসির আলী। এরপর ফরহাদ রেজার সঙ্গেও গড়েন ৪৮ রানের জুটি।

দলে শেষ পর্যন্ত আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইয়াসিরকে। সেঞ্চুরি থেকে ছয় রান দূরে ৯৪ রানে আউট হন তিনি। ১২৯ বলে ১৩টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। সাইফউদ্দিন করেন ১০৩ বলে ৬৪ রান।

দলীয় ৩১৭ রানে ইয়াসির বিদায় নিলে আরও একটি দারুণ জুটি গড়েন এনামুল হক জুনিয়র ও রেজা। অষ্টম উইকেটে ৬৩ রানে যোগ করেন এ দুই ব্যাটসম্যান। রেজা ৫৫ এবং এনামুল ২৫ রানে উইকেটে আছেন।

উত্তরাঞ্চলের পক্ষে ৭৬ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন ইবাদত হোসেন। ২টি উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল প্রথম ইনিংস: ৪৪৫

পূর্বাঞ্চল প্রথম ইনিংস: ১০৬.৩ ওভারে ৩৮০/৭ (রনি ৫৪, শামসুর ২৪, জাকির ৫, আফিফ ৯, তাসামুল ৩৭, ইয়াসির ৯৪, সাইফ ৬৪, রেজা ৫৫*, এনামুল ২৫*; শুভাশিস ১/১১৩, শরিফুল ০/৪৩, ইবাদত ৩/৭৬, সানজামুল ২/৭৮, জিয়া ১/৪২, নাঈম ০/১৯)। 

 

Comments