রোনালদো নয় মেসিকেই বেছে নেবেন ক্লপ

লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো। দুই জনই নিজ নিজ দলের হয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন। এ বিতর্কে তাই হিমশিম খান বড় বড় ফুটবলবোদ্ধারা। হিমশিম খেলেন হালের অন্যতম সেরা কোচ ইউর্গেন ক্লপও। তবে শেষ পর্যন্ত বেছে নিয়েছেন মেসিকেই।

লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো। দুই জনই নিজ নিজ দলের হয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন। এ বিতর্কে তাই হিমশিম খান বড় বড় ফুটবলবোদ্ধারা। হিমশিম খেলেন হালের অন্যতম সেরা কোচ ইউর্গেন ক্লপও। তবে শেষ পর্যন্ত বেছে নিয়েছেন মেসিকেই।

লিভারপুলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার দায়িত্ব বর্তেছে ক্লপের ঘাড়ে। অনেকটাই পেরেছেন। যদিও মূল কাজ এখনও অনেক বাকি। অনেক বছর থেকেই প্রিমিয়ার লিগে শিরোপা বঞ্চিত দলটি। গত মৌসুমে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন। কিন্তু ফাইনালে হারতে হয়েছে রোনালদোর রিয়াল মাদ্রিদের কাছে। সে ম্যাচে অবশ্য রোনালদো নয়, লিভারপুলকে ডুবিয়েছিলেন নিজেদের গোলরক্ষক লরিস কারিয়াস। দুই দুইটি সহজ ভুল করে গোল খেয়েছে দলটি।

তারপরও রোনালদোর বিপক্ষে খেলার অভিজ্ঞতা হয়েছে ক্লপের। অন্যদিকে মেসির বিপক্ষে এখনও মাঠে নামা হয়নি তার। কিন্তু তারপরও তাকেই বেছে নিয়েছেন এ জার্মান। স্কাই জার্মানিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের মধ্যে পার্থক্য করার মতোই এটা কঠিন। তবে আমি লিওনেলের (মেসি) পক্ষেই যাবো। যদিও দুইজনই আমার কাছে সেরা।’

মূলত দলগত পরিকল্পনাতেই মেসিকে এগিয়ে রেখেছেন ক্লপ, ‘সবার উপর সম্মান রেখেই বলছি, ক্রিস্তিয়ানো কিন্তু মেসি না। আমরা দলকে একটা ইউনিট হিসেবে দেখি। যদি আমরা কখনো বার্সেলোনার বিপক্ষে খেলি তাহলে অবশ্যই মেসিকে নিয়ে আলাদা পরিকল্পনা করব। কারণ মেসি মেসিই।’

ইংলিশ গণমাধ্যম দ্য মিররের মতে, ব্যালন ডি’অরে চলতি বছর ইতি হতে মেসি-রোনালদোর রাজত্ব। এক দশক পর তাদের রাজত্বে হানা দিতে যাচ্ছেন লুকা মদ্রিচ, কিলিয়ান এমবাপে কিংবা রাফায়েল ভারানের মধ্যে কেউ একজন। এর আগে উয়েফা বর্ষসেরা এবং ফিফা বর্ষসেরার পুরষ্কার জিতে নিয়ে তার ইঙ্গিতটা ভালোভাবেই দিয়েছেন মদ্রিচ।

এক সময় ফুটবল বিশ্বে দাপটের সঙ্গে খেললেও সে জৌলুস অনেকটাই হারিয়েছে লিভারপুল। সেটা ফিরিয়ে আনতে কতোটা পারবেন প্রশ্নে ক্লপের উত্তর, ‘কাজ এখনও বাকি। লিভারপুল এখনও প্রিমিয়ার লিগ জিততে পারেনি। যদিও আমি দুইটার মধ্যে (চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ) তেমন পার্থক্য দেখি না। দুইটাই আমার পছন্দ।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago