বরিশাল, রাজশাহী বিভাগের ২৬ আসনে ৪৯ জনকে বিএনপির মনোনয়ন

বিএনপি থেকে ‘ধানের শীষ’ প্রতীকের যারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন তাদের মনোনয়নের চিঠি দেওয়া চলছে। শুরুতে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের জন্য মনোনয়নপত্র দেওয়া হয়।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র হস্তান্তর করেন। ছবি: মোহাম্মদ আল-মাসুম মোল্লা

বিএনপি থেকে ‘ধানের শীষ’ প্রতীকের যারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন তাদের মনোনয়নের চিঠি দেওয়া চলছে। শুরুতে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের জন্য মনোনয়নপত্র দেওয়া হয়।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে দ্য ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপ্রাপ্তদের হাতে চিঠি তুলে দেন।

এবার অনেক আসনেই একাধিক প্রার্থীকে মনোনয়নের জন্য বিবেচনায় রাখছে বিএনপি। এ বিষয়ে ফখরুল জানান, এক আসনে একাধিক প্রার্থী দেওযা হচ্ছে কারণ যদি কোনো কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে যেন সেটা খালি না থাকে।

সর্বশেষ তথ্য অনুযায়ী বরিশাল এবং রাজশাহী বিভাগের ২৬ আসনে ৪৯ জনকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। আসন অনুযায়ী মনোনয়ন প্রাপ্তরা হলেন:

বরিশাল বিভাগ

যারা পেলেন মনোনয়ন

বরগুনা-১

মতিউর রহমান তালুকদার/ নজরুল ইসলাম মোল্লা

বরগুনা-২

নজরুল ইসলাম মনি

পটুয়াখালী-১

আলতাফ চৌধুরী

পটুয়াখালী-২

সুরাইয়া আক্তার চৌধুরী, শহিদুল আলম তালুকদার, সালমা আলম

পটুয়াখালী-৩

হাসান মাহমুদ/ মোহাম্মদ শাহজাহান

পটুয়াখালী-৪

এবিএম মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মনি

বরিশাল-১

জহির উদ্দিন স্বপন, আব্দুস সোবহান

বরিশাল-২

মোয়াজ্জেম হোসেন আলাল, সারফুউদ্দিন স্বপন, শহিদুল হক জামাল

বরিশাল-৩

অ্যাড. জয়নাল আবেদিন, সেলিমা রহমান

বরিশাল-৪

মেজবাউদ্দিন ফরহাদ, রাজিব আহসান

বরিশাল-৫

মজিবুর রহমান সারওয়ার

বরিশাল-৬

আবুল হোসেন খান

ঝালকাঠী-১

ব্যারিস্টার শাহাজান ওমর

ঝালকাঠী-২

রফিকুল ইসলাম জামাল, ইসরাত জাহান ইলেন ভুট্টো, জেবা আলম খান

পিরোজপুর-৩

রুহুল আমিন দুলাল

 

 

রাজশাহী বিভাগ

যারা পেলেন মনোনয়ন

নওগাঁও-১

সালেক চৌধুরী/ মুস্তাফিজুর রহমান

নওগাঁও-২

শামসুজ্জোহা খান/ খাজা নাজিবুল্লাহ

নওগাঁও-৩

রবিউল আলম বুলেট/ পারভেজ আরেফিন সিদ্দিকী

নওগাঁও-৪

শামসুল আলম প্রামাণিক/ একরামুল বারী টিপু

নওগাঁও-৫

জাহিদুল ইসলাম দুলু/ নজরুল হক মনি

নওগাঁও-৬

আলমগীর কবির/ শেখ রেজাউল ইসলাম

রাজশাহী-১

আমিনুল হক/ মিজানুর রহমান মিনু/ শাহীদ হাসান

রাজশাহী-৩

মতিউর রহমান মান্টু/ শহীদুল ইসলাম মিলন

রাজশাহী-৪

আবু হেনা/ আব্দুল গফুর

রাজশাহী-৫

নাদিম মোস্তফা/ নজরুল ইসলাম মণ্ডল

রাজশাহী-৬

আবু সাঈদ চান

 

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

2h ago