যে ৬ আসনে ইভিএম
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের যে ছয়টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে সেই আসনগুলো চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
আসনগুলো হলো: ঢাকা-৬, ঢাকা ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২।
আজ (২৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁও-এ অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সামনে লটারির মাধ্যমে এই আসনগুলো বেছে নেওয়া হয়। এ সময় নির্বাচন কমিশনার হেলালুদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন।
কমিশন জানায়, এই ছয়টি আসনের সবগুলো কেন্দ্রেই ইভিএম ব্যবহার করা হবে।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে কমিশন।
Comments