২ বছরের বেশি সাজাপ্রাপ্ত কেউ নির্বাচন করতে পারবেন না: হাইকোর্ট
দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। এমনকি, মামলা আপিল বিভাগে বিচারাধীন থাকলেও, একই আদেশ বলবত থাকবে বলে জানান আদালত।
জাতীয় সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের উপর ভিত্তি করে হাইকোর্ট আজ (২৭ নভেম্বর) এক পর্যবেক্ষণে জানান, ‘সাজা ভোগ করার পাঁচ বছর পর আসামিরা কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন।’
বিএনপির পাঁচ নেতার দুর্নীতির পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিত আবেদন খারিজ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আবেদনকারী পাঁচ নেতা হলেন আমান উল্লাহ আমান, এ জেড এম জাহিদ হোসেন, ওয়াদুদ ভূঁইয়া, মো. মসিউর রহমান ও মো. আবদুল ওহাব।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনুদ্দিন মানিক দ্য ডেইলি স্টারকে জানান, বিএনপির সাজাপ্রাপ্ত এই নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
আদেশের পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও আদালতের পর্যবেক্ষণে রয়েছে।
আরও পড়ুন:
Comments