আবারও ‘অসুস্থ’ এরশাদ
আবারও অসুস্থ হয়ে পড়ায় আজ (২৭ নভেম্বর) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চূড়ান্ত করার আগে ৮৮ বছর বয়সী এরশাদের আবারও ‘অসুস্থ’ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
এরশাদের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানকে আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরশাদ হাঁটুর তীব্র ব্যথাসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছেন বলেও জানান সুনীল।
তার মতে, স্বাস্থ্য পরীক্ষার জন্য এরশাদকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু, নির্বাচনের কারণে তিনি যেতে পারছেন না।
এর আগেও গত ১৬ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিএমএইচে ভর্তি হয়েছিলেন এরশাদ। এর দুদিন পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।
Comments