‘ভালো না পারি, খারাপ কিছু করবো না’
আসন্ন একাদশ নির্বাচনে বিএনপি থেকে বেশ কয়েকজন তারকাশিল্পী মনোনয়ন ফরম কিনেছিলেন। তাদের মধ্য থেকে কণ্ঠশিল্পী কনকচাঁপা দলীয় মনোনয়ন পেয়েছেন সিরাজগঞ্জ-১ আসনে।
কনকচাঁপা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গতকাল মনোনয়ন পাওয়ার পর থেকে অনেকের শুভেচ্ছা পেয়েছি। আমি সিরাজগঞ্জ-১ আসনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে কাজ করতে চাই।”
মানুষের কাছাকাছি থাকার ইচ্ছা রয়েছে- এমনটি উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচিত হলে ভালো কিছু করতে না পারি অন্তত খারাপ কিছু করবো না- এই বিশ্বাস আপনারা রাখতে পারেন।”
উল্লেখ্য, দলটির পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা শুরু হয়েছে গতকাল (২৬ নভেম্বর)।
Comments