‘মাশরাফি কোয়ালিটি দিয়েই সব মানিয়ে নেবে’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততা এখন তুমুল পর্যায়ে। ওই নির্বাচনে অংশ নিতে যাওয়া ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজার আবার এই সময়ে খেলা নিয়েও আছে ব্যস্ততা। নির্বাচনী প্রচার-প্রচারণা শুরুর সময়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান মনে করেন, নির্বাচন আর খেলা দুটোই সামলাতে পারবেন মাশরাফি।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন মাশরাফি। তিনি লড়বেন নড়াইল-২ আসন থেকে। নির্বাচনের তফসিল অনুযায়ী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। এরপর থেকেই শুরু হবে প্রচারণা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। ১১ তারিখ একই মাঠে খেলবে পরের ম্যাচ। ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ খেলবে দু’দল। আগামী বিশ্বকাপের পর খেলা ছেড়ে অবসরে গেলে ঘরের মাঠে ওটাই হবে দেশের হয়ে মাশরাফির শেষ ম্যাচ।
খেলা এবং নির্বাচন কাছাকাছি সময়ে হয়ে যাওয়ায় অধিনায়ক মাশরাফিকে পুরোপুরি পাওয়া যাবে কিনা তা নিয়ে তৈরি হয় সংশয়। তবে বিসিবি প্রধান নাজমুল হাসান জানান, সব কিছু ঠিক থাকলে সব ম্যাচই খেলবেন মাশরাফি।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি খেলা নিয়ে ইতিবাচক সায় দেন আকরামও, নানামুখী ব্যস্ততা থাকলেও শারীরিক ও মানসিক দিক থেকে দৃঢ় মাশরাফি সব সামলে নেবেন বলেও বিশ্বাস আকরামের, 'আমি ক্রিকেটীয় দিক থেকে বলছি, আমাদের যদি মাশরাফি পুরো সিরিজে সময় দেয় তাহলে তো আমাদের কোন অসুবিধা হবে না। আর সে অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। তার কোয়ালিটি অনেক বেশি। সুতরাং এই ধরণের ক্রিকেটাররা মানসিক এবং শারীরিক দিক থেকে যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে।’
‘ওকে নিয়ে আমরা চিন্তিত নই, ও খেলতে পারলেই আমাদের জন্য অনেক বড় বিষয়। আর অনুশীলন আছে, নিয়মিত যদি অনুশীলন করে তাহলে আমাদের কোনও সমস্যা হবে না।'
অধিনায়ক থাকছেন, চোট থেকে ফিরে এসেছেন সাকিব আল হাসান। পাঁজরের চোটে থাকা তামিম ইকবালেরও ওয়ানডে সিরিজ খেলার কথা। ক্যারিবিয়ানদের বিপক্ষে রঙিন পোশাকে তাই সেরা দলটাই পাচ্ছে বলে আভাস দিলেন আকরাম।
Comments