‘ধানের শীষ’ নিয়ে ২৫ আসনে জামায়াত

jamaat

বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী কাউন্সিলের সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রধান শরিক জামায়াতকে ২৫টি আসন দেওয়া হয়েছে।

গতরাতে (২৭ নভেম্বর) দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, তারা আরও চারটি আসনের জন্যে বিএনপির সঙ্গে আলোচনা করছে। তবে বিষয়টি বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

যদি জামায়াত নেতারা নির্বাচনে বিজয়ী হন তাহলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী তারা বিএনপির প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

জামায়াতের দেওয়া প্রার্থী-তালিকা নিচে দেওয়া হলো:

আসন

প্রার্থীর নাম

ঠাকুরগাঁও-২

আব্দুল হাকিম

দিনাজপুর-১

মোহাম্মদ হানিফ

দিনাজপুর-৬

মোহাম্মদ আনোয়ারুল ইসলাম

নীলফামারী-২

মনিরুজ্জামান মন্টু

নীলফামারী-৩

মোহাম্মদ আজিজুল ইসলাম

রংপুর-৫

অধ্যাপক গোলাম রব্বানী

গাইবান্ধা-১

মাজেদুর রহমান সরকার

সিরাজগঞ্জ-৪

রফিকুল ইসলাম খান

পাবনা-৫

ইকবাল হোসেন

ঝিনাইদহ-৩

অধ্যাপক মতিউর রহমান

যশোর-২

আবু সাইদ মোহাম্মদ শাহাদৎ হোসেন (সাবেক এমপি)

বাগেরহাট-৩

আব্দুল ওয়াদুদ

বাগেরহাট-৪

অধ্যাপক আব্দুল আলীম

খুলনা-৫

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)

খুলনা-৬

আবুল কালাম আজাদ

সাতক্ষীরা-২

আব্দুল খালেক

সাতক্ষীরা-৩

রবিউল বাশার

সাতক্ষীরা-৪

গাজী নজরুল ইসলাম

পিরোজপুর-১

শামীম সাঈদী

ঢাকা-১৫

শফিকুর রহমান

সিলেট-৫

ফরিদ উদ্দিন চৌধুরী (সাবেক এমপি)

সিলেট-৬

হাবিবুর রহমান

কুমিল্লা-১১

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের (সাবেক এমপি)

চট্টগ্রাম-১৫

এএনএম শামসুল ইসলাম (সাবেক এমপি)

কক্সবাজার-২

হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি)

 

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

3h ago