ভয় পাইয়ে দিয়েছিলেন মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের অনুশীলনের প্রথম দিনই ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। নেটে ব্যাট করার সময় আঙুলে চোট পান মুশফিক। যদিও তাৎক্ষণিকভাবে এক্স-রে করে কোন চিড় পাওয়া যায়নি।
বুধবার সকালে ব্যাটিং অনুশীলনের সময় হঠাৎ একটি লাফিয়ে আসা বলে লেগেছিল মুশফিকুর রহিমের হাতে। ব্যথায় কাতরে তখনই অনুশীলন বন্ধ করে দেন তিনি। পরে আর অনুশীলন করেননি।
তবে অনুশীলন বাদ দিলেও বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন মুশফিকের চোট আসলে গুরুতর নয়, ‘ও একটু আঙুলে ব্যথা পেয়েছে। আমরা একটু আগে এক্স-রে করেছি। রিপোর্টে কোন চিড় পাইনি। আমার মনে হয় এটা গুরুতর কিছু না। তবে যেহেতু একটা ব্যথা পেয়েছে কাজেই আজ পুরোপুরি বিশ্রামে থাকবে।’
সম্প্রতি টেস্টে দারুণ ফর্মে আছেন মুশফিক। কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের ইনিংস খেলেন মুশফিক। টেস্টে যা বাংলাদেশের কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস।
৩০ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
Comments