ঢাকা-১৭ আসনের জন্যে এরশাদের মনোনয়নপত্র দাখিল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
HM Ershad
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। স্টার ফাইল ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

ক্ষমতাসীন আওয়ামী লীগ-নেতৃত্বাধীন মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নেওয়া জন্যে ঢাকার রিটার্নিং কর্মকর্তা কে এম আলী আজমের কাছে মনোনয়ন জমা দেওয়া হয়।

আজ (২৮ নভেম্বর) দলের নেতা এসএম ফয়সাল চিশতী ঢাকা-১১ আসনের জন্যে নিজের এবং ঢাকা-১৭ আসনের জন্যে দলীয় প্রধান এরশাদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯, ২০ নং ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত।

উল্লেখ্য, আবারও অসুস্থ হয়ে পড়ায় গতকাল সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন এরশাদ।

আরও পড়ুন:

আবারও ‘অসুস্থ’ এরশাদ

মহাজোটে জাপার ৪৭ প্রার্থী

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago