বিশেষ দূত অপু বিশ্বাস

ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’। সেখানে প্রদর্শিত হবে দুই বাংলার চলচ্চিত্র।
apu biswas
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: স্টার

ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’। সেখানে প্রদর্শিত হবে দুই বাংলার চলচ্চিত্র।

চলচ্চিত্র উৎসবটি আগামী ৭ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। উৎসবে বাংলাদেশের আলোচিত নায়িকা অপু বিশ্বাসকে বিশেষ দূত নির্বাচিত করা হয়েছে। সঙ্গে দেওয়া হবে বিশেষ সম্মাননাও।

পাশাপাশি বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে আকরাম খান পরিচালিত ‘খাঁচা’ ছবিটি। ছবিটির অভিনেত্রী হিসেবে এই আয়োজনে থাকবেন জয়া আহসানও।

অপু বিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “অল্প সময়ের ক্যারিয়ারে সর্বাধিক ছবির নায়িকা হওয়ার স্বীকৃতি হিসেবে আমাকে বিশেষ সম্মাননা দিচ্ছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না’। তারা আমাকে উৎসবের জন্য বাংলাদেশের দূতও নির্বাচিত করেছে। এটি অনেক সম্মান আর আনন্দের।”

কলকাতা থেকে এই চলচ্চিত্র উৎসবে অংশ নিবেন চিরঞ্জিৎ, ঋতুপর্ণা, দেব, কোয়েল, সৃজিত মুখার্জি, শ্রাবন্তীসহ আরও অনেকেই।

Comments

The Daily Star  | English
Yunus meets Malaysian PM Anwar Ibrahim

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

3h ago