ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মুমিনুল-তাইজুল

জিম্বাবুয়ের সিরিজের পর উইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তাইজুল ইসলাম। তার পুরষ্কারটা পেয়েছেন এ স্পিনার। ছয় ধাপ এগিয়েছেন তিনি। আর টানা দুই ম্যাচে সেঞ্চুরি তুলে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে পৌঁছেছেন মুমিনুল হকও। এক ধাক্কায় ১১ ধাপ এগিয়েছেন এ ব্যাটসম্যান।

জিম্বাবুয়ের সিরিজের পর উইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন তাইজুল ইসলাম। তার পুরষ্কারটা পেয়েছেন এ স্পিনার। ছয় ধাপ এগিয়েছেন তিনি। আর টানা দুই ম্যাচে সেঞ্চুরি তুলে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে পৌঁছেছেন মুমিনুল হকও। এক ধাক্কায় ১১ ধাপ এগিয়েছেন এ ব্যাটসম্যান।

জিম্বাবুয়ে সিরিজে ১৮ উইকেট নিয়েছিলেন তাইজুল। উইন্ডিজের বিপক্ষেও প্রথম টেস্টে পেয়েছেন ৭ উইকেট। দারুণ এ পারফরম্যান্সের কারণে বর্তমানে ২১ নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি। আর জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরির পর উইন্ডিজের বিপক্ষেও সেঞ্চুরি করেছেন মুমিনুল। বেশ বড় লাফ দিয়ে ২৪ নম্বর অবস্থানে আছেন পকেট রকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে এক ধাক্কায় ১৩ ধাপ এগিয়েছিলেন মুশফিকুর রহীম। তবে পরের সপ্তাহেই তিন ধাপ পিছিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। উইন্ডিজের বিপক্ষে আশানুরূপ ব্যাটিং করতে পারেননি তিনি। প্রথম টেস্টে দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে ২৩ রান। তার জেরে তিন ধাপ পিছিয়ে ২১ নম্বরে আছেন মিস্টার ডিপেন্ডেবল।

ইনজুরি থেকে ফিরে বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংটা আশানুরূপ হয়নি সাকিব আল হাসানের। তাই পিছিয়েছেন চার ধাপ। ২৮ নম্বর অবস্থানে আছেন এ অলরাউন্ডার। তবে বোলিংয়ে উন্নতি ঠিকই হয়েছে সাকিবের। এক ধাপ এগিয়ে ২০ নম্বর অবস্থানে আছেন তিনি। আর যথারীতি ধরে রেখেছেন অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থান। ৪০৫ রেটিং পয়েন্ট তার। ৪০০ পয়েন্ট নিয়ে তার পেছনেই আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

যথারীতি র‍্যাংকিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষেই আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আশানুরূপ বোলিং করতে না পারায় শীর্ষস্থান হারিয়েছেন জেমস অ্যান্ডারসন। তাকে হটিয়ে শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করায় ছয় ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছেন ইয়াসির শাহ।

Comments