কোহলিকে ছাড়িয়ে যাওয়া নিয়ে ‘চিন্তা নেই’ মুমিনুলের

Mominul Haque
বুধবার অনুশীলনে মুমিনুল, ছবি: ফিরোজ আহমেদ

বিরাট কোহলির মতো বিশ্বসেরা ব্যাটসম্যানকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে মুমিনুল হকের সামনে। চলতি বছর টেস্টে দুজনেই সর্বোচ্চ চারটি করে সেঞ্চুরি করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে আরেকটি সেঞ্চুরি করলেই কোহলিকে ছাপিয়ে বছরের সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান হয়ে যাবেন তিনি। তবে এমন অর্জনের হাতছানিকেও দমিয়ে রাখতে চান মুমিনুল।

চলতি বছর এখন পর্যন্ত ১৪ ইনিংস ব্যাট করে চারবার ফিফটি পেরিয়েছিলেন মুমিনুল, ওই চারবারই থেমেছেন তিন অঙ্কে গিয়ে। বাকি ১০ ইনিংসে ভাল রান না পাওয়ার পরও তাই ৪৬.০০ গড়ে করেছেন ৬৪৪ রান।

এই সময়ে ১০ টেস্টের ১৮ ইনিংস ব্যাট করা কোহলি চার সেঞ্চুরিতে ৫৯.০৫ গড়ে করে ফেলেছেন ১০৬৩ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে আরও একবার তিন অঙ্কে গেলেই কোহলিকে ছাড়িয়ে বছরের সেরা সেঞ্চুরিয়ান হয়ে যাবেন মুমিনুল। এমন একটি অর্জনের সামনে থেকেও কেবল দলের কথাই ভাবছেন এই বাঁহাতি ব্যাটসম্যান, ‘না, আমি ওইভাবে চিন্তা করছি না যে আমার আরেকটা সুযোগ আছে।  আমি ওইভাবে চিন্তা করি না। আমি সবসময় চেষ্টা করি দলের জন্য যতটুক করা যায়, ব্যাটিংয়ের সময় যত সেশন খেলা যায়, আমি যেভাবে পরিকল্পনা করি, আমার যে রুটিন ওইভাবে চেষ্টা করি। হইলে হইলো, না হইলে…’

চট্টগ্রামে বাংলাদেশের জয়ে ম্যাচ সেরা হয়েছিল মুমিনুল হক। প্রথম ইনিংসে তার সেঞ্চুরিতেই তিনশো ছাড়িয়ে যায় দলের রান। যার উপর ভিত্তি করেই তৈরি হয় জয়ের মঞ্চ।

গত জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সেঞ্চুরি দিয়ে বছর শুরু করেছিলেন মুমিনুল হক। বছরের শেষটাও শতক দিয়ে শেষ করার সুযোগ তার সামনে। তবে এরকম ভাবনায় কাজটা জটিল হয়ে যাওয়ায় ওদিকে যাচ্ছেন না তিনি, ‘না, দেখেন কোন সময় এভাবে চিন্তা করিনি যে বছরটা শেষ হবে শুরুতে আমি ১০০ করেছি হয়তোবা শেষ ম্যাচও ১০০ দিয়ে শেষ করতে চাইবো। আসলে ওইভাবে চিন্তা করলে পারফর্ম করাটা কঠিন। আমি সবসময় যে জিনিসিটা চিন্তা করি প্রত্যেক ম্যাচে একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য কিছু করা।’

 

 

Comments

The Daily Star  | English

Israel says striking Iranian security command centres

Iran vowed to defend itself a day after the US dropped bombs onto the mountain above Iran's Fordow nuclear site

1d ago