গ্যাব্রিয়েল না থাকা উইন্ডিজের ‘বড় ঘাটতি’

West Indies
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

চট্টগ্রাম টেস্টে স্পিন বান্ধব উইকেটেও পেসের ঝাঁজ দিয়ে বাংলাদেশকে ভোগান শ্যানন গ্যাব্রিয়েল। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গতিময় পেসার ওই টেস্টেই ইমরুল কায়েসের সঙ্গে ‘খারাপ আচরণ’ করে নিষিদ্ধ হয়েছেন ঢাকা টেস্টে। তাকে না পাওয়া তাই বড় ঘাটতি দেখছে ক্যারিবিয়ানরা।

চট্টগ্রাম টেস্টের আগেও শৃঙ্খলাভঙ্গের কারণে তিন ডিমেরিট পয়েন্ট ছিল গ্যাব্রিয়েলের। ওই টেস্টের প্রথম দিনেই ইমরুলকে ধাক্কা দিয়ে পান আরও দুই ডিমেরিট পয়েন্ট, নিষিদ্ধ হন দ্বিতীয় টেস্টে।

১-০ তে সিরিজে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ বাঁচাতে হলে মিরপুরে জিততেই হবে। অমন ম্যাচে গ্যাব্রিয়েলের না থাকা  বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য স্বস্তির হলেও, সফরকারীদের জন্য যেন তা মরার উপর যেন খাড়ার ঘা।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান জানান,  ‘এটা খুব ক্রুসিয়াল । শ্যানন আমাদের স্রাাতইক বোলার, সবচেয়ে গতিময় বোলার অবশ্যই। সেই সঙ্গে বাংলাদেশের বিপক্ষেও দারুণ খেলে সে। তাকে হারানো বড় আঘাত। এটা বড় ঘাটতির জায়গা। কিন্তু আশা করছি স্কোয়াডে যারা আছে অভাব পূরণ করে নেবে।’

৩০ নভেম্বর মিরপুরে শুরু হবে দু’দলের দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে ৬৪ রানে জিতে সিরিজে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হারানোর সুযোগ।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

About 20 people were sent to Chattogram Medical College Hospital in critical condition

32m ago