এল আর বি-সহ ১৭ ব্যান্ডদল নিয়ে ৫ম ব্যান্ড ফেস্ট

আগামী ১ ডিসেম্বর চ্যানেল আই-এর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ব্যান্ড সংগীতের উৎসব ‘ব্যান্ড ফেস্ট’। উৎসবে অংশ নিবে এল আর বি-সহ দেশের ১৭টি ব্যান্ডদল।
Band Fest
২৯ নভেম্বর ২০১৮, ‘ব্যান্ড ফেস্ট’ উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অতিথিরা। ছবি: সংগৃহীত

আগামী ১ ডিসেম্বর চ্যানেল আই-এর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ব্যান্ড সংগীতের উৎসব ‘ব্যান্ড ফেস্ট’। উৎসবে অংশ নিবে এল আর বি-সহ দেশের ১৭টি ব্যান্ডদল।

চ্যানেল আই-এর আয়োজনে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। এর পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নন্দন পার্ক।

১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় উদ্বোধনীর করা হবে ব্যান্ড ফেস্ট এবং তা চলবে বিকেল ৫টা পর্যন্ত। সর্বশেষ পারফর্ম করবে ব্যান্ড এল আর বি।

এল আর বি-র হয়ে হাজির হবেন প্রয়াত আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার।

আজ (২৯ নভেম্বর) এ সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়ে। এতে উপস্থিত ছিলেন মেলার প্রধান পৃষ্ঠপোষক নন্দন পার্কের উপদেষ্টা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল (অব) তুষার-বিন-ইউনুস, রেনেসাঁর ফয়সাল সিদ্দিকী এবং এল আর বি-র প্রতিষ্ঠাতা সদস্য স্বপন।

আরও উপস্থিত ছিলেন ফিডব্যাক-এর লাবু রহমান, বাংলাদেশ ব্যান্ডের ওমর খালেদ রুমী, অবসকিউরের টিপু।

সম্মেলনে জানানো হয়, এ বছর ‘ব্যান্ড ফেস্ট’ উপস্থাপনা করবেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। পরিচালনা করবেন অনন্যা রুমা।

Comments

The Daily Star  | English
Garment factory owners revise minimum wage upwards to Tk 12,500

Workers’ minimum wage to be reviewed

In an effort to bring normalcy back to the industries, the government will review the workers’ wage through the minimum wage board, the interim government has decided.

4h ago