এল আর বি-সহ ১৭ ব্যান্ডদল নিয়ে ৫ম ব্যান্ড ফেস্ট
আগামী ১ ডিসেম্বর চ্যানেল আই-এর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ব্যান্ড সংগীতের উৎসব ‘ব্যান্ড ফেস্ট’। উৎসবে অংশ নিবে এল আর বি-সহ দেশের ১৭টি ব্যান্ডদল।
চ্যানেল আই-এর আয়োজনে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। এর পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে নন্দন পার্ক।
১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টায় উদ্বোধনীর করা হবে ব্যান্ড ফেস্ট এবং তা চলবে বিকেল ৫টা পর্যন্ত। সর্বশেষ পারফর্ম করবে ব্যান্ড এল আর বি।
এল আর বি-র হয়ে হাজির হবেন প্রয়াত আইয়ুব বাচ্চুর ছেলে তাজওয়ার।
আজ (২৯ নভেম্বর) এ সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়ে। এতে উপস্থিত ছিলেন মেলার প্রধান পৃষ্ঠপোষক নন্দন পার্কের উপদেষ্টা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল (অব) তুষার-বিন-ইউনুস, রেনেসাঁর ফয়সাল সিদ্দিকী এবং এল আর বি-র প্রতিষ্ঠাতা সদস্য স্বপন।
আরও উপস্থিত ছিলেন ফিডব্যাক-এর লাবু রহমান, বাংলাদেশ ব্যান্ডের ওমর খালেদ রুমী, অবসকিউরের টিপু।
সম্মেলনে জানানো হয়, এ বছর ‘ব্যান্ড ফেস্ট’ উপস্থাপনা করবেন অপু মাহফুজ, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। পরিচালনা করবেন অনন্যা রুমা।
Comments