সেই গোল নিয়ে পিকে-মেসির ভিন্ন মত

চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে আগের দিনের জয়ে দারুণ এক গোল দিয়েছেন জেরার্দ পিকে। আর তাতে এসিস্ট করেছেন লিওনেল মেসি। দুই সতীর্থের দারুণ বোঝাপড়া বেশ প্রশংসাই পেয়েছে ফুটবল মহলে। কিন্তু সে গোল নিয়ে ভিন্ন ধরণের মতই দিলেন দুই খেলোয়াড়।

ম্যাচের ৭০ মিনিটে সেই গোলটি করেন পিকে। মূলত মেসির ফ্রিকিক আলতো টোকায় দিক বদলে জাল খুঁজে নেন পিকে। ম্যাচে শেষে গোল নিয়ে এ ডিফেন্ডার বলেন, ‘এটা ছিল পরিকল্পিত। আমরা ক্যাম্পে এ ধরণের অনেক অনুশীলন করেছি। তবে এবার এটা সঠিকভাবে আসলো। আমরা জানি লিওর (মেসি) অনেক অস্ত্রই রয়েছে। প্রতিনিয়তই সে নতুন কিছু করে। এটা তারই অংশ।’

কিন্তু পিকের কথার ঠিক উল্টোটাই বললেন মেসি, ‘এটা পূর্ব পরিকল্পিত ছিল এমন কথা সত্যি নয়। এটা খুব বাজে একটা ফ্রিকিক ছিল। পিকে সেখানে ছিল। গোলটা সৌভাগ্যবশত আমরা পেয়েছি।’

তবে শুধু যে মেসিই এই কথা বলেছেন তাও নয়। কোচ এরনেস্তো ভালভারদে সে গোল সম্পর্কে প্রথমে বলেছেন, ‘পিকে যদি সে কথা বলে থাকে তাহলে হয়তো এভাবে অনুশীলন করা হয়েছে। কিন্তু এ বিষয়ে আমি কিছু জানি না।’ আর এ কথা বলার পর হেসে ওঠেন সে কোচ।

তবে গোল যেভাবেই আসুক তাতে বেশ খুশি মেসি। সে ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ডও করেন এ তারকা। রিয়ালের হয়ে রোনালদোর ১০৫ গোল দেওয়াকে টপকে বার্সেলোনার হয়ে ১০৬ গোল দিয়েছেন তিনি। তাতেও খুশি অধিনায়ক, ‘আমি এটা জানতাম না, মাত্রই জানলাম। এ পরিসংখ্যানে অবশ্যই খুশি। তবে বেশি খুশি আরও একটি জয় পাওয়ায়।’

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

2h ago