ইমার্জিং কাপের দলে অধিনায়ক সোহান, আছেন মোসাদ্দেক-শান্ত

Nurul Hasan Sohan
ফাইল ছবি

উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে ইমার্জিং টিম এশিয়া কাপের জন্য ১৫ জনের দল দিয়েছে বিসিবি। দলে আছেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্ত।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে পাকিস্তানের করাচি ও শ্রীলঙ্কার কলম্বো অনুষ্ঠিত হবে এবারের ইমার্জিং কাপ। এশিয়ার টেস্টে খেলুড়ে পাঁচ দেশের অনূর্ধ্ব-২৩ দল এবং সহযোগী দেশগুলো জাতীয় দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। তবে অনূর্ধ্ব-২৩ বলেও ২৩ বছরের বেশি মোট চারজনকে রাখতে পারবে টেস্ট খেলুড়ে দলগুলো।

২৩ বছরের বেশি বাংলাদেশের সেই চারজন হলেন, অধিনায়ক নুরুল হাসান সোহান, ওপেনার মিজানুর রহমান, পেসার শফিউল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ। স্কোয়াডে বাংলাদেশ রেখেছে পাঁচজন পেসার। এরমধ্যে দুজন টেস্ট খেলুড়ে। বিশেষজ্ঞ স্পিনার আছেন দুজন। 

৬ ডিসেম্বর করাচিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ৭ তারিখ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। ৯ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

৮ দলের টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা দুই দেশে হলেও নক-আউট পর্বের খেলা হবে কেবল কলম্বোতে।

ইমার্জিং কাপের বাংলাদেশ দল:  কাজী নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ-অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, তানবির ইসলাম, আফিফ হোসেন, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজি অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও মোহর শেখ।

 

 

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago