বিএনপির নেতারা ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সব নেতা এখন মির্জা ফখরুলের নিয়ন্ত্রণের বাইরে। এ ছাড়া ঐক্যফ্রন্টও এখন ঐক্যবদ্ধ নয়।

এই পরিস্থিতিতে বিএনপির ভেতর ‘জগাখিচুড়ি অবস্থা’ বিরাজ করছে বলে তিনি মনে করছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন কাদের।

ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক বলেন, নিজেদের কারণে মনোনয়ন জমা দিতে পারেননি বিএনপি নেতারা। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।

তিনি বলেন, ‘আমি যত দূর জানি, বিএনপির মধ্যে দুজন আছেন, যারা কাঙ্ক্ষিত জায়গা থেকে মনোনয়ন পাননি বলে মনোনয়ন জমা দেননি। আর মির্জা আব্বাস সময়মতো মনোনয়ন জমা দেননি। নির্বাচন কমিশন তাই মনোনয়ন জমা নেয়নি।’

বিষয়টি নিয়ে বিএনপি এখন মনগড়া অভিযোগ করছে বলেও তার মন্তব্য।

Comments