বিএনপির নেতা খায়রুল কবীর খোকন কারাগারে
নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলার আসামি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে নরসিংদীর জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাবুল্লাহ তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
খায়রুল নরসিংদী-১ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।
নাশকতার অভিযোগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নরসিংদী মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়। এর দুমাস পর বিস্ফোরক দ্রব্য আইনে একই থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়। দুটি মামলাতেই আজ জামিন চেয়ে আবেদন করেছিলেন তিনি।
নরসিংদী-১ আসন থেকে বিএনপির টিকেটে নির্বাচনে লড়তে বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন খোকন।
Comments