দুঃস্বপ্নের সেই স্মৃতি পুষে রেখেই এমন খেলেছে বাংলাদেশ
এইতো কয়েক মাস আগেই উইন্ডিজ সফর করে এসেছে বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজে কি ভয়ঙ্কর দুঃসময়ই না কাটিয়েছে টাইগাররা। রীতিমতো নাস্তানুবাদ করে ছেড়েছে সাকিবদের। সেই স্মৃতি ভোলেননি তারা। জেদ থেকেই চেয়েছিলেন ভালো কিছু করতে। আর তার অনেকটাই পূর্ণ হওয়ায় যেন কিছুটা তৃপ্তি মিলেছে টাইগারদের।
উইন্ডিজে সেবার প্রথম টেস্টের প্রথম ইনিংসে অবিশ্বাস্য ভাবে মাত্র ৪৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। বাংলাদেশের ১৮ বছরের টেস্ট ইতিহাসে সেটাই ছিল সবচেয়ে কম রানে আটকে যাওয়া। দুঃস্বপ্নের সে ইনিংসে মাহমুদউল্লাহ রানের খাতা খুলতেই পারেননি। পারেননি অধিনায়ক সাকিব আল হাসানও। পরের তিন ইনিংসেও টাইগারদের সংগ্রাম শেষ হয়নি। ১৪৪, ১৪৯ ও ১৬৮ রানের বেশি করতে পারেনি তারা।
সেই জেদটা মনে পুষে রেখেছিলেন সাকিব-মাহমুদউল্লাহরা। তাই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই সতীর্থদের সে সিরিজের কথা মনে করিয়ে দিয়েছিলেন সাকিব। সংবাদ সম্মেলনে এমনটাই বললেন মাহমুদউল্লাহ, ‘যখন টেস্ট সিরিজটা শুরু হয়, তখন সাকিব বলেছিল, আমার মনে হয় এটা আমাদের মনে রাখা উচিত, ওখানে আমরা কিভাবে হেরেছিলাম। ওই হার দুটো মনে রাখলে, এখানে আমরা মোটিভেট হতে পারবো। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’
আর সাকিবের সে কথাই যে ম্যাজিকের মতো কাজে লেগেছে তা ভালো ভাবেই বুঝিয়ে দিয়েছে টাইগাররা। চট্টগ্রাম টেস্টে দারুণ জয়ের পর মিরপুর টেস্টে দ্বিতীয় দিনেই জয় দেখছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর ভাষায়, ‘আমার মনে হয় সাকিবের এই বক্তব্য সবাইকে মোটিভেট করেছে। হারটা যদি আপনি সহজেই ভুলে যান তো আপনি শিখবেন না। সাকিবের এই কথাটা ভালো একটা মেসেজ ছিল। আমার ব্যক্তিগত ভাবে মনে হয় এই কথাগুলো দলকে মোটিভেট করেছে।’
মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৫০৮ রান করেছে বাংলাদেশ। দারুণ এক সেঞ্চুরি তুলে অনবদ্য ১৩৬ রানের ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। কম যাননি সাকিবও। ৮০ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন। দারুণ ব্যাটিংয়ের পর উইন্ডিজের প্রথম ইনিংসের অর্ধেকটা ভেঙে দিয়েছেন ৭৫ রানেই। দলীয় ২৯ রানেই এ পাঁচ উইকেট নিয়েছিলেন টাইগাররা। উইন্ডিজের এভাবে একের পর এক উইকেট হারানো দেখে নিশ্চয় আনন্দটা বেড়েছে তাদের।
Comments