ওয়ারেন্ট ছাড়া বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। কোনো অভিযোগ ছাড়া বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে- বিএনপির এমন অভিযোগ তাদের রাজনৈতিক কৌশল।’
আজ রোববার (২ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: মুনতাকিম সাদ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। অভিযোগ ছাড়া বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে- বিএনপির এমন অভিযোগ তাদের রাজনৈতিক কৌশল।’

আজ রবিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানব পাচার প্রতিরোধ ও দমনে জাতীয় পরিকল্পনা ২০১৮-২০২২’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, মনোনয়ন প্রত্যাশী যেই হোক তার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থাকে নিরাপত্তাবাহিনীর গ্রেফতার ছাড়া কোনও উপায় থাকবে না।

বিএনপির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা তাদের একটি রাজনৈতিক কৌশল। তারা সবসময় বলছে যে গ্রেপ্তার। আমরা একটিও গ্রেপ্তার করিনি ওয়ারেন্ট ছাড়া। যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে শুধু মাত্র তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে গুজব রটনাকারীদের চিহ্নিত করা গেছে কিনা এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কাছে প্রতিদিন শত শত ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনা আসছে। এই গুজব আগেও ছড়িয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে এখন আরও বেশি হচ্ছে। আমাদের নিরাপত্তাবাহিনী কাজ করছে। যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তারা নানা ভাবে গুজব ছড়াবেই। দেশবাসীকে অনুরোধ করবো কোনও গুজবে যেন কোন না দেয়।’

Comments